
ক্রিকেটকে বিদায় জানালেন দুই বিশ্বকাপজয়ী ভারতীয় তারকা
খেলা ডেস্ক
০৬ জুন ২০২৫, ১৭:৫৫
ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় স্পিনার পীযূষ চাওলা। ২০০৬ সালে জাতীয় দলে অভিষেক হওয়ার পর ভারতের হয়ে ছয় বছর খেলেছেন তিনি। এরপর দীর্ঘদিন অপেক্ষা করলেও জাতীয় দলে ফেরা হয়নি তার। তবে ঘরোয়া লিগ ও আইপিএলে নিয়মিত খেলেছেন এই লেগ স্পিনার।
অবশেষে আজ (শুক্রবার) সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পীযূষ চাওলা। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্য়াকাউন্টে একটি পোস্ট করে অবসরের ঘোষণা দেন তিনি।
অবসরের ঘোষণা দিয়ে চাওলা বলেন, ‘ক্রিকেট মাঠে দুই দশকের বেশি সময় কাটালাম। এবার এই সুন্দর খেলাটিকে বিদায় জানানোর সময় এসে গিয়েছে। আমি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে নিজের অবসর ঘোষণা করছি। অবসর নিলেও জীবনের বাকিটা সময় ক্রিকেটের সঙ্গে থাকবো।’
ভারতের হয়ে ২০১২ সালে সবশেষ খেলেছিলেন পীযূষ চাওলা। ছয় বছরে দেশের হয়ে দুইটি বিশ্বকাপ জিতেছেন এই ক্রিকেটার। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের পরে জাতীয় দলে আর বেশিদিন খেলা হয়নি চাওলার।
অবসরের ঘোষণায় চাওলা বলেন, ‘ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলা থেকে শুরু করে ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের সাক্ষী হতে পেরেছি। এই অবিস্মরণীয় যাত্রাপথের প্রত্য়েকটা মুহূর্ত আমার কাছে আশীর্বাদেরই সামিল। এই স্মৃতিটা চিরকাল আমার হৃদয়ে রয়ে যাবে।’
আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দলে অবিস্মরণীয় নাম চাওলা। কলকাতার হয়ে শিরোপা জিতেছিলেন তিনি। বিদায় বেলায় ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানিয়ে এই লেগি বলেন, ‘আইপিএলে পাঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সসহ যেসব ফ্র্যাঞ্চাইজি আমার উপর ভরসা রেখেছিল, তাদের ধন্যবাদ জানাতে চাই।’
আন্তর্জাতিক ক্রিকেটে ২০০৬ সালের ৯ মার্চ ইংল্য়ান্ডের বিপক্ষে চাওলার অভিষেক হয়েছিল। এরপর অল্প সময়ের মধ্যে ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়ে যান এই লেগ স্পিনার। ভারতের হয়ে ৩ টেস্ট, ২৫ ওয়ানডে এবং ৭ টি-টোয়েন্টি ম্য়াচে চাওলা যথাক্রমে ৭, ৩২ এবং ৪ উইকেট শিকার করেছেন।
জাতীয় দলে ২০১২ সালে ডিসেম্বরে সবশেষ খেলেছিলেন চাওলা। এরপর আর দেশের জার্সিতে ফেরা হয়নি তার। বাকিটা সময় ঘরোয়া লিগ আর আইপিএল খেলে কাটিয়েছেন তিনি। আইপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা চাওলা ১৯২ ম্যাচে ৭.৯৬ ইকোনমি রেটে মোট ১৯২ উইকেট শিকার করেছেন।
এমআই