
ম্যাচ রেফারি হতে চান বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার
খেলা ডেস্ক
০৯ জুন ২০২৫, ১৬:০৩
ফুটবলে বড় ভূমিকা পালন করেন রেফারিরা। ক্রিকেটে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকেন মাঠের দুই আম্পায়ার। এর বাইরেও ক্রিকেটে ম্যাচ রেফারি দেখা যায়। তিনি অবশ্য মাঠে দায়িত্ব পালন করেন না। ক্রিকেটের রেফারি খেলা আইসিসির নির্দিষ্ট মানদণ্ডে পরিচালিত হচ্ছে কি-না তা তদারকি করেন।
আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে গেল বছর যুক্ত হয়েছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ। একই মানদণ্ডে যুক্ত হওয়ার অপেক্ষায় আছেন গাজী সোহেল, মাসুদুর রহমান, মোর্শেদ আলীরা। তবে সেই অর্থে বাংলাদেশ থেকে কোনো ম্যাচ রেফারি দেখা যায়নি।
টেস্ট ম্যাচ ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য ম্যাচ রেফারিকে মনোনীত করে থাকেন আইসিসি। বাংলাদেশে কোনো আন্তর্জাতিক ম্যাচ হলে বিদেশি রেফারিকেই দেখা যায়। এবার সেই সংস্কৃতিতে আসছে পরিবর্তন। দেশের দুই তারকা ক্রিকেটার রেফারি হতে যাচ্ছেন।
বিসিবির তত্ত্বাবধায়নে চলতি মাসেই ভবিষ্যত ম্যাচ রেফারিদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। যেখানে ম্যাচ রেফারি হওয়ার জন্য আবেদন করেছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার ও অধিনায়ক হাবিবুল বাশার সুমন। এছাড়া সেই কর্মশালাতে অংশ নিতে আবেদন করেছেন আরেক তারকা আব্দুর রাজ্জাকও।
বাশার জানান ভবিষ্যতের কথা মাথায় রেখে তিনি এখানে আবেদন করেছেন। তিনি বলছিলেন, ‘ম্যাচ রেফারির কোর্সের জন্য নাম দিয়েছি। ভবিষ্যতে ম্যাচ রেফারি হতে পারি। এই কোর্স ঈদের পর শুরু হবে। আমি দিয়েছি, রাজ্জাক দিয়েছে। বাকিরা হয়তো অনেকেই দিয়েছে।’
বাশার এখন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের অপারেশনের দায়িত্বে আছেন। এর আগে তিনি নির্বাচক হিসেবেও কাজ করেছেন। অন্যদিকে, রাজ্জাক এখনও জাতীয় দলের নির্বাচক প্যানেলের সদস্য। এবার দুজনই ক্রিকেটের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত হওয়ার প্রস্তুতি নিতে যাচ্ছেন।
বিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহীদের ২ জুনের মধ্যে সিভি ও আবেদনপত্র পাঠাতে বলা হয়েছিল। জানা গেছে বেশ কিছু সিভি জমা পড়েছে। বাশার ও রাজ্জাক শুরুর দিকেই আবেদন জমা দিয়েছেন এবং শিগগিরই প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেবেন।
এমআই