Advertisement
Us Bangla Airlines
বৃষ্টিই তবে বাংলাদেশের পিছিয়ে পড়ার কারণ?

বৃষ্টিই তবে বাংলাদেশের পিছিয়ে পড়ার কারণ?

খেলা ডেস্ক

২১ জুন ২০২৫, ২০:২৪

গলে বৃষ্টির আভাস আগে থেকেই ছিল। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে একাধিকবার ঝরেছে জলরাশি। উভয় সময়ে ক্ষতিগ্রস্থ হয়েছে বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় দিনে বৃষ্টির পর বাংলাদেশ ব্যাটিংয়ে ফিরে মুহূর্তেই পাঁচ উইকেট হারিয়ে বসেছিল। শেষ দিনে বাংলাদেশের পরিকল্পনাই নষ্ট করে দিয়েছে বৃষ্টি।

ম্যাচের পঞ্চম দিনে বাউন্ডারি হাঁকিয়ে দিন শুরু করেছেন শান্ত। যদিও পরে শম্ভুবগতিতে এগিয়েছে তার ইনিংস। প্রথম সেশনের শেষদিকে দ্রুত রান তুলে ইনিংস ঘোষণার পরিকল্পনা করেছিল টাইগাররা। সেখানে বৃষ্টির বাগড়ায় সব বিলিন হয়ে গেছে। বাংলাদেশের পরিকল্পনাও ভেসে গিয়েছে বৃষ্টির তোড়ে।

মুশফিকের যে রেকর্ডটা ভাঙতে চান না লিটন দাস

বৃষ্টির কারণে ইনিংস ঘোষণায় বিলম্ব হওয়ার বিষয়টি ম্যাচ শেষে জানিয়েছেন শান্ত। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ (আগে ইনিংস ঘোষণা করা যেত), কিন্তু হঠাৎ করে বৃষ্টি চলে এল এবং পরিকল্পনাও বদলে গেল। আমরা তো সেটা নিয়ন্ত্রণ করতে পারি না।’

শ্রীলঙ্কায় যাওয়ার আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ ড্র করে বাংলাদেশ। তাই আত্মবিশ্বাসেও ঘাটতি ছিল, যা অস্বীকার করেননি শান্ত, ‘ (জিম্বাবুয়ে সিরিজের পর) আমাদের যথেষ্ট আত্মবিশ্বাস ছিল না, তবে প্রস্তুতি ছিল দুর্দান্ত, এই সিরিজে অনেকবারই দৃঢ় মানসিকতা দেখিয়েছি।’

এক ম্যাচে জোড়া সেঞ্চুরি করে অবিশ্বাস্য রেকর্ড গড়েছেন টাইগার অধিনায়ক। তবে বিষয়টা তার জানা ছিল না। শান্ত বলেন, ‘আমি জানতাম না (রেকর্ডের ব্যাপারে), তবে দলের হয়ে অবদান রাখতে পেরে ভালো লেগেছে। তিন উইকেট হারানোর পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। মুশফিক ভাই যেভাবে আমার সঙ্গে ব্যাটিং করেছে, তা দুর্দান্ত।’

১০ বছরে প্রথম ড্র, ৪০৪ ওভারের পরও ফলহীন টেস্ট

বিদেশের মাটিতে প্রথম ম্যাচ খেলতে নেমেই ফাইফার পেয়েছেন নাইম হাসান। ডানহাতি এই স্পিনারকে ম্যাচ শেষে প্রশংসায় ভাসিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

তিনি বলেন, ‘তাইজুল ও নাইম খুবই ভালো বোলিং করেছে। এই কন্ডিশনে প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করেছে নাঈম। কম্বিনেশনের কারণে খুব বেশি খেলার সুযোগ পায়নি এর আগে, তবে তার পরিশ্রম করার মানসিকতা দুর্দান্ত এবং আজ সে দেখিয়েছে, সে কতটা ভালো।’

এমআই