Advertisement
Us Bangla Airlines
তামিমের শারীরিক অবস্থা নিয়ে সবশেষ যা জানা গেল

তামিমের শারীরিক অবস্থা নিয়ে সবশেষ যা জানা গেল

খেলা ডেস্ক

০৪ এপ্রিল ২০২৫, ১৪:৫৬

বুকে ব্যথা থেকে একাধিকবার হার্ট অ্যাটাক। সৃষ্টিকর্তা থেকে যেন জীবন ভিক্ষা নিয়ে ফিরেছিলেন তামিম ইকবাল। সপ্তাহ দুয়েক আগে সাভারের বিকেএসপিতে খেলতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের সাবেক ওপেনার। এরপর দুই হাসপাতালে চিকিৎসা নিয়ে গত ২৮ মার্চ বাসায় ফিরেছেন তিনি।

তামিমের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ঈদের আগেই তামিমকে বাসায় নেওয়ার অনুমতি দেন চিকিৎসকেরা। এরপর গত এক সপ্তাহ ধরে নিজের বাড়িতেই অবস্থান করছেন তামিম। বর্তমানে তার শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। তবে এখনো পুরোপুরি সুস্থ নন তিনি। তামিমের সর্বশেষ অবস্থা সম্পর্কে এমনটাই জানিয়েছেন তার চাচা আকরাম খান।

তামিমকে আরো উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা আছে তার পরিবারের। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তাই এ সম্পর্কে নির্দিষ্ট কিছু বলতে পারেননি আকরাম।

তামিমের খোঁজ খবর রাখছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরিও। তিনি জানালেন, সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়ার হয়েছে তামিমকে। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ীই বাড়িতে অবস্থান করছেন এই ক্রিকেটার।

তবে দেশের বাইরে যেতে হলে শরীর ফিট হওয়ার বিষয়টি বিবেচনায় রাখতে হবে। কারণ লম্বা ভ্রমণের জন্য শরীর যতটা ফিট থাকা প্রয়োজন তামিম এখনো সে পর্যায়ে আছেন কিনা তা চিন্তার বিষয়। তাই আপাতত বাইরের পরিকল্পনা হয়তো করছেন না তারা। তবে পরবর্তীতে তামিমের পরিবার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দেবাশীষ।

এমআই