Advertisement
Us Bangla Airlines
ডোনাল্ডের সঙ্গে যোগাযোগই করেনি বিসিবি, আসল ঘটনা কী?

ডোনাল্ডের সঙ্গে যোগাযোগই করেনি বিসিবি, আসল ঘটনা কী?

খেলা ডেস্ক

০৯ এপ্রিল ২০২৫, ২০:৫৬

তাসকিন-নাহিদদের গুরু আন্দ্রে অ্যাডামসের কাজে খুশি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার সঙ্গে আরও এক বছর চুক্তির মেয়াদ থাকা সত্ত্বেও তার জায়গায় নতুন বোলিং কোচ আনতে চলেছে ফারুক আহমেদের বোর্ড। ইতোমধ্যে বোলিং কোচের সংক্ষিপ্ত তালিকাও সেরে ফেলেছে বিসিবি।

অ্যাডামসের জায়গায় কয়েকজন সম্ভাব্য নতুন বিদেশি পেস বোলিং কোচের সঙ্গে কথা বলছে বিসিবি। এর মধ্যে দুটি নাম বেশি শোনা যাচ্ছে—উমর গুল এবং শন টেইট। পাশাপাশি বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের কথাও শোনা যাচ্ছিল। সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে ডোনাল্ডও শুনেছেন সেই কথা। তবে তার সঙ্গে আদোও যোগাযোগ করেনি বিসিবি।

নতুন কোচের সন্ধানে বিসিবি, তালিকায় আছেন যারা

আজ (বুধবার) দেশের এক গণমাধ্যমকে অ্যালান ডোনাল্ড জানিয়েছেন, ‘আমিও গুঞ্জন শুনেছি নতুন বোলিং কোচ নেওয়ার বিষয়ে। তবে আমার সঙ্গে এ নিয়ে কারও কথা হয়নি। বিসিবি থেকেও যোগাযোগ করেনি এখনও। তবে একজন রাসেলকে (ডমিঙ্গো) জানিয়েছে আমিও নাকি সম্ভাব্য তালিকায় আছি। ব্যাস এতটুকুই জানি আপাতত।’

ডোনাল্ডের কথা শুনেই আঁচ করতে পারা যায়, পুনরায় বাংলাদেশের কোচ হতে তিনি আগ্রহী। তবে নতুন করে তিনি টাইগার বোলারদের দেখভালের সুযোগ পাবেন কি না সেটা সময়ই বলে দেবে। এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বোলারদের ব্যর্থতার দরুন সমালোচনার মুখে পড়েন কোচ ডোনাল্ডও। বিশ্বকাপ শেষেই সাবেক এই প্রোটিয়া তারকা নিজ থেকে চাকরি ছাড়েন। গুঞ্জন ছিল তৎকালীন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে তার সম্পর্কটা ঠিক স্বাভাবিক যাচ্ছিল না।

এদিকে, কয়েকদিন আগে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন নিশ্চিত করেছিলেন যে, কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে এখনও নিশ্চিত নয় কে হচ্ছেন তাসকিন-নাহিদ রানাদের নতুন কোচ। শিগগিরই জানা যেতে পারে নতুন পেস বোলিং কোচের নাম। এ তালিকায় উমর গুলের নামটাই বেশি শোনা যাচ্ছে।

শান্ত-মিরাজদের জন্য ফিল্ডিং কোচ নিয়োগ দিল বিসিবি

সম্প্রতি নতুন ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের জেমস প্যামেন্টকে। এর আগে ফিল সিমন্সের সঙ্গে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত প্রধান কোচ হিসেবে চুক্তি নবায়ন করা হয়।

এমআই