
৫৯ ধাপ এগিয়ে থাকা দেশকে আটকে দিল বাংলাদেশ
খেলা ডেস্ক
০৪ জুন ২০২৫, ১২:০৫
পিছিয়ে পড়ার পর বাংলাদেশি নারীদের ঘুরে দাঁড়ানোর গল্প নতুন কিছু নয়। সাফ চ্যাম্পিয়নশিপসহ বিভিন্ন প্রতিযোগিতায় এমন ঘটনা আগেও দেখা গিয়েছে। গতকাল (মঙ্গলবার) জর্ডানের বিপক্ষে এমন গল্পের পুনরাবৃত্তিই যেন করলো আফিদা-ঋতুপর্ণারা। বাংলাদেশের প্রত্যাবর্তনের কারণে শেষ পর্যন্ত ম্যাচটি জিততে পারেনি স্বাগতিক জর্ডান।
মঙ্গলবার জর্ডানের আম্মানে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ২-২ গোলে স্বাগতিকদের সঙ্গে ড্র করেছে। দুই অর্ধেই বাংলাদেশ পিছিয়ে পড়েছিল, কিন্তু দুইবারই খেলায় সমতা এনেছে বাংলাদেশ। তবে সমতায় এসেও শেষ পর্যন্ত জিততে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। তবে বাংলাদেশ থেকে ৫৯ ধাপ এগিয়ে থাকা জর্ডানকে রুখে দিয়ে সুনাম কুড়াচ্ছে বাংলাদেশ।
স্বাগতিক জর্ডানের র্যাঙ্কিং ৭৪। সেখানে বাংলাদেশের র্যাঙ্কিং ১৩৩। ৫৯ ধাপ এগিয়ে থাকা জর্ডানকে তাদের মাটিতে এক পয়েন্ট আদায় করা বাংলাদেশের ফুটবলের জন্য ভালো ফলাফল। ২০২১ সালে জর্ডানের বিপক্ষে ৫ গোলে হারের রেকর্ডও রয়েছে।
ম্যাচের ৫ মিনিটে জর্ডান লিড নেয়। ৪৩ মিনিটে শামসুন্নাহার জুনিয়র গোল করে খেলায় সমতা আনেন। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। ৫৮ মিনিটে আবার লিড নেয় স্বাগতিক দল। ৮২ মিনিটে শাহেদা আক্তার রিপার গোলে আবার বাংলাদেশ সমতা আনে। শেষ পর্যন্ত খেলা ২-২ গোলে ড্র হওয়ায় বাংলাদেশ এক পয়েন্ট পায়।
জুনের তৃতীয় সপ্তাহে নারী এশিয়ান কাপ বাছাই। সেই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য বাফুফে নারী দলকে জর্ডানে দুই ম্যাচ খেলতে পাঠিয়েছিল। ৩১ মে প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল। গতকাল স্বাগতিক জর্ডানের বিপক্ষে ২-২ ড্র হয়েছে।
এমআই