
মালদ্বীপকে উড়িয়ে বাংলাদেশকে কড়া বার্তা দিল সিঙ্গাপুর
খেলা ডেস্ক
০৫ জুন ২০২৫, ২০:২৫
এশিয়ান বাছাইপর্বে নামার আগে প্রীতি ম্যাচ নিয়ে ব্যস্ত বাংলাদেশ ও সিঙ্গাপুর। ঢাকা জাতীয় স্টেডিয়ামে আগামী ১০ জুন মুখোমুখি হবে উভয় দল। এর আগে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। গতকাল ভুটানকে ২-০ গোলে হারিয়েছে হামজারা।
বাংলাদেশের মতো মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে সিঙ্গাপুর। ঘরের মাঠে তারা দ্বীপরাষ্ট্রটিকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে তারা। মালদ্বীপ ম্যাচ দিয়ে বাংলাদেশকে চেনার প্রচেষ্টা নেহাত মন্দ নয়। তবে দ্বীপ দেশটিকে উড়িয়ে দিয়ে বাংলাদেশকে কড়া বার্তা দিয়ে রাখল সিঙ্গাপুর।
ম্যাচের শুরুটাই দুর্দান্ত ছিল সিঙ্গাপুরের। প্রথম ৩২ মিনিটেই আসে ৩ গোল। আলাদা করে বলতে হয় ইখসান ফান্দির কথা। সেট পিস থেকে দুই হেডে করেছেন গোল। প্রথমটা এসেছে কর্নার থেকে। আর পরেরটা ফ্রিকিক থেকে। দুইবারেই ফান্দির পজিশনিং সেন্স ছিল প্রশ্নাতীত।
— ASEAN Football News (@theafndotcom) June 5, 2025
বাংলাদেশের স্বভাবজাত দূর্বলতা আছে সেটপিস নিয়ে। ফান্দিকে নিয়ে তাই বিশেষ ভাবনা থাকবে সিঙ্গাপুর ম্যাচে। দুই উইং ব্যবহার করে সিঙ্গাপুর বারবারই নাস্তানাবুদ করেছে মালদ্বীপকে। ১০ জুন জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের দুই ফুলব্যাককে বাড়তি দায়িত্ব পালন করতে হবে সেটা বলা চলে অনায়াসে।
তবে মাঝমাঠে কিছুটা শূন্যতা দেখা গিয়েছে সিঙ্গাপুরের খেলায়। দ্বিতীয়ার্ধে সেটারই সুযোগ নিয়ে বারবার বিপদের হুমকি দিয়েছিল মালদ্বীপ।
কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতা এবং স্বার্থপর কিছু ড্রিবলের কারণে গোল পায়নি মালদ্বীপও। অবশ্য ম্যাচের একেবারে শেষে পেনাল্টি পায় তারা। রিজুভান তাতে গোল করে ব্যবধান কমান। এতে অবশ্য হার এড়াতে পারেনি মালদ্বীপ। বাংলাদেশকেও বড় একটা বার্তা দিয়েছে সিঙ্গাপুর।
এমআই