Advertisement
Us Bangla Airlines
সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে সুখবর পেলেন মিতুল-তপুরা

সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে সুখবর পেলেন মিতুল-তপুরা

খেলা ডেস্ক

১০ জুন ২০২৫, ১৫:৫৭

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ শুরুর হাতে গোনা কয়েক ঘণ্টা বাকি। এশিয়ান কাপ বাছাইপর্ব খেলতে জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় খেলতে নামবে বাংলাদেশ দল। লাল-সবুজের জার্সিতে অবধারিত নাম সেন্টার ব্যাকে খেলা তারেক কাজী ও ডিফেন্ডার তপু বর্মন। জাতীয় দলের জার্সিতে মাঠে নামার আগে বড় সুখবর পেলেন তারা।

দেশের ক্লাব ফুটবলে বসুন্ধরা কিংসের হয়ে খেলে থাকেন তারেক-তপু। এছাড়া জাতীয় ফুটবল দলে খেলা অধিকাংশ খেলোয়াড়ই বসুন্ধরা কিংসের। এবার তাদের ক্লাবই এশিয়ান ফুটবলের ক্লাব প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। বিষয়টি আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে এএফসি।

বসুন্ধরা কিংস ছাড়াও এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ঢাকা আবাহনী। জাতীয় দলের গোলরক্ষক মিতুল মারমা আবাহনী দলের নিয়মিত সদস্য। সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে তিনিও সুখবরের ভাগীদার হয়েছেন।

এশিয়ার ক্লাব ফুটবলে তৃতীয় স্তরের প্রতিযোগিতা চ্যালেঞ্জ লিগ। সেখানে গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস অংশ নিয়েছিল। লিগ চ্যাম্পিয়ন মোহামেডানের ক্লাব লাইসেন্স না থাকায় রানার্স আপ আবাহনী এএফসি চ্যালেঞ্জ লিগে খেলবে নিশ্চিত ছিল। 

পাকিস্তানের কোনো ক্লাবের লাইসেন্সিং সমস্যা থাকায় বাংলাদেশের আরেক ক্লাব সুযোগ পাচ্ছে আন্তর্জাতিক প্রতিযোগিতায়। আজ এএফসির ওয়েবাসাইটে আনুষ্ঠানিকভাবে ঢাকা আবাহনীর পাশাপাশি বসুন্ধরা কিংসকেও এএফসি চ্যালেঞ্জ লিগে অংশগ্রহণকারী দল হিসেবে প্রদর্শন করা হয়েছে। 

সদ্য সমাপ্ত লিগে তৃতীয় হয়েও ক্লাব লাইসেন্সিং থাকার পুরস্কার পেল বসুন্ধরা কিংস। অন্যদিকে মোহামেডান চ্যাম্পিয়ন হয়েও এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি।

এমআই