Advertisement
Us Bangla Airlines
বড় পর্দায় হামজাদের ম্যাচ দেখা যাবে দেশের ২০ জায়গায়

বড় পর্দায় হামজাদের ম্যাচ দেখা যাবে দেশের ২০ জায়গায়

খেলা ডেস্ক

১০ জুন ২০২৫, ১৭:৫৪

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে দর্শকদের উন্মাদনা নতুন কিছু নয়। অনলাইনে টিকিট ছাড়া মাত্রই দর্শকদের চাপে ওয়েবসাইট নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। ডিজিটাল লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত টিকিট পাননি অনেকে। ফুটবল নিয়ে কাজ করার বিভিন্ন সংগঠনও টিকিট না পাওয়ায় বিক্ষোভ করেছেন।

জাতীয় স্টেডিয়ামে আয়োজিত এ ম্যাচে আসন সংখ্যা সাড়ে ২২ হাজার। এরমধ্যে সাধারণ মানুষের জন্য ১৮ হাজার ৩০০ টিকিট ছেড়েছিল বাফুফে। ২০ কোটি মানুষের দেশে এত অল্প আসন সংখ্যা অপ্রতুল বলা চলে। ফলে দর্শকদের কথা চিন্তা করে দেশের বিভিন্ন বড় পর্দায় খেলা দেখানোর কথা জানিয়েছিল বাফুফে।

হামজা-সোহেলের গোলে ভুটানকে হারাল বাংলাদেশ

ম্যাচের অফিশিয়াল সম্প্রচার চ্যানেল টি-স্পোর্টস জানিয়েছে, ‎দেশের আটটি স্থানে বড় পর্দায় খেলা দেখানো হবে। স্থানগুলো হচ্ছে ঢাকার রবীন্দ্র সরোবর, চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম, ময়মনসিংহের জেলা পরিষদ চত্বর, রংপুরের জেলা পরিষদ চত্বর, রাজশাহীর নানকিং বাজার, সিলেটের জিরো পয়েন্ট, খুলনার শিববাড়ি মোড় ও বরিশালের বেল’স পার্ক।

ঢাকা-১৬ আসনের (রূপনগর ও পল্লবী থানা) মোট ১২টি স্থানে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করেছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এ কথা জানিয়েছেন তিনি।

জায়গাগুলো হচ্ছে- ঘরোয়া মোড়, দুয়ারিপাড়া মোড়, দোরেন মোড়, ট-ব্লক মোড়, পার্ক কলোনি মোড়, মধ্য রাস্তা মোড় (সেকশন-৭, উত্তর সাইড), শহীদ আসিফ চত্বর (ধানসিঁড়ি স্কুল মোড়), মুসলিম বাজার ঈদগাহ মাঠ, শহীদ জিয়া মহিলা কলেজ (ই ব্লক মোড়), লালমাটিয়া স্ট্যান্ড (বাউনিয়াবাদ, মিরপুর-১১ মোড়), আলুবদি পুরাতন স্ট্যান্ড-আমতলা, বায়তুল আমান জামে মসজিদ মোড় (১১/সি, পল্লবী)।

এশিয়া কাপ ফুটবলে জায়গা করে নেওয়ার লক্ষ্যে আজ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। গ্রুপের শীর্ষে থাকতে বাংলাদেশের এ ম্যাচ জেতা ছাড়া উপায় নেই। ঘরের মাটিতে সিঙ্গাপুরকে হারিয়ে ৩ পয়েন্ট অর্জন করার কথা জানিয়েছেন কোচ হ্যাভিয়ের কাবরেরা। এবার ফলাফল কেবল সময়ের পালাবদল।

এমআই