Advertisement
Us Bangla Airlines
অ্যাডিলেডে অন্ধকার, আলো জ্বালাতে ব্যর্থ ভারত

অ্যাডিলেডে অন্ধকার, আলো জ্বালাতে ব্যর্থ ভারত

খেলা ডেস্ক

০৭ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৪

অ্যাডিলেডে অজিদের বোলিং তোপে চোখেমুখে যেন অন্ধকারই দেখেছেন ভারতের ব্যাটাররা। দিন-রাত্রি টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৮০ রানে সব উইকেট হারিয়েছে রোহিতের দল। ব্যাট হাতে আলো জ্বালাতে ব্যর্থ ভারতের সঙ্গে যোগ দিয়েছে অ্যাডিলেডের বৈদ্যুতিক বিভাগের কর্মীরা। গতকাল তাদের ভুলে দুই বার আলো হারায় ৫০ হাজার আসনের এ স্টেডিয়াম।

স্টেডিয়ামে আলো হারানোর ঘটনায় অস্বস্তিতে পড়েছে দর্শক-খেলোয়াড়েরা। ধারাভাষ্যকাররাও বৈদ্যুতিক সংকটকে দুষেছেন। সংশ্লিষ্ট কর্মীদের নিয়ে মজা করেছেন হার্শা ভোগলে এবং স্টিভ ওয়াহ। তবে বিদ্যুৎ সংকট সংকট নয়, কর্মীদের ভুলে এমন ঘটনা ঘটেছে বলে জানায় দেশটির সাংসদ টম কাউটসান্টনিস।

একই ঘটনা তুলে ধরেছে অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম। এতে বলা হয়, ব্যাট করতে নামার আগে অস্ট্রেলিয়ার টপ অর্ডারের কয়েকজন ব্যাটার অনুশীলন করতে যান। ফ্লাডলাইটের আলোর মধ্যে গোলাপি বলের সঙ্গে চোখ সইয়ে নেওয়া জন্য তাঁরা থ্রো ডাউন নিতে গিয়েছিলেন। তাই অস্ট্রেলিয়ানদের নেটের আলো জ্বালানোর অনুরোধ করেন ব্যাটাররা।

অ্যাডিলেডের স্টেডিয়ামের ওয়েস্টার্ন স্ট্যান্ডের উপরে রয়েছে আলোর কন্ট্রোল রুম। পুরো ব্যবস্থা কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। সংশ্লিষ্ট কর্মীরা অস্ট্রেলিয়ান নেটের আলো জ্বালাতে গিয়ে কম্পিউটারকে ভুল নির্দেশ দিয়ে ফেলেন। তাতে মাঠের ফ্লাডলাইট নিভে যায়। তাতে ২৮ সেকেন্ড বন্ধ থাকে লাইট। 

কর্মীদের ভুল নির্দেশনায় একই ওভারে আরেকবার বন্ধ হয় লাইট। দ্বিতীয় বার মাঠের আলো ১ মিনিট ২৬ সেকেন্ড বন্ধ থাকে। বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় ম্যাচের তৃতীয় সেশনে এমন ঘটনা ঘটে। এ সময় মজা করে দর্শকেরা মোবাইলের আলো জ্বালান।

স্টেডিয়ামের আলো হারানোর দিনে অনুজ্জ্বল ছিলো ভারত। ব্যাট হাতে ব্যর্থতার দিনে বল হাতেও আহমরি কিছু করতে পারেনি হার্ষিত-সিরাজরা। প্রথম দিন শেষে ৮৬ রানের বিনিময়ে অজিদের মাত্র ১ উইকেট তুলতে পেরেছিলো রোহিতের দল।

ম্যাচের দ্বিতীয় দিনে টারভিস হেডের সেঞ্চুরিতে ৩৩৭ রানে থামে অস্ট্রেলিয়া। জবাবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত ৮০ রানে হারিয়েছে তিন উইকেট।

এমআই