
ছক্কা হাঁকিয়ে অর্জনের খাতায় রিয়াদের দুই রেকর্ড
খেলা ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৭
সেন্ট কিটসে ওয়ানডে সিরিজে বাজে সময় কাটাচ্ছে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের বিপক্ষে ১২ ম্যাচ জেতার পর এবার টানা দুই ম্যাচ হেরে বসেছে টাইগাররা। তাতে ১০ বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ও নিশ্চিত হয়েছে এই সংস্করণের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। দুই বছর আগেও ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ক্যারিবিয়ানদের ধবলধোলাই করে আসা বাংলাদেশকে যেন চিনতেই পারছেন না টাইগার সমর্থকেরা।
পরাজয়ের এই সিরিজে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। সেন্ট কিটসে ব্যাট হাতে সুখ স্মৃতি থাকা রিয়াদ চলতি সিরিজের প্রথম দুই ম্যাচেই অর্ধশতকের দেখা পেয়েছেন। প্রথম ম্যাচে অপরাজিত ৫০ রানের পর দ্বিতীয় ম্যাচে করেছেন ৬২ রান। উভয় ম্যাচ মিলে সাত ছক্কা হাঁকিয়েছেন এ ব্যাটার।
গতকাল ব্যাট হাতে চারটি ছক্কা হাঁকিয়ে অর্জনের খাতায় নতুন দুই রেকর্ড যোগ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম দুই ছয়ে ছাড়িয়ে যান ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইলকে। ওয়েস্ট ইন্ডিজের সাথে দ্বিপাক্ষিক সিরিজে সবচেয়ে বেশি ৬ হাঁকানোর রেকর্ড এখন রিয়াদের। এর আগে দীর্ঘদিন ধরে ক্রিস গেইলের নামে এ রেকর্ড অক্ষত ছিল। দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে গেইলকে টপকাতে রিয়াদের দরকার ছিল দুইটি ছক্কা। কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদ বাউন্ডারি ওপারে বল পাঠিয়েছেন চার বার।
ওয়ানডে ক্রিকেটে আরেকটি রেকর্ড গড়েছেন ৩৮ বছর বয়সী এ ক্রিকেটার। টাইগারদের হয়ে ৫০ ওভারের ক্রিকেটে সর্বোচ্চ ছয় হাঁকানোর রেকর্ড এখন রিয়াদের দখলে। ওয়ানডে ক্রিকেটে ১০৩টি ছয় হাঁকিয়ে তামিমের সাথে যৌথভাবে শীর্ষে আছেন তিনি। পরবর্তী ম্যাচে আরেকটি ছয় হাঁকালে তামিমকে টপকে শীর্ষস্থান দখল করবেন মাহমুদউল্লাহ রিয়াদ।
এমআই