Advertisement
Us Bangla Airlines
গ্লাভস হাতে বিশ্বে যে রেকর্ডের শীর্ষে মুশফিক

গ্লাভস হাতে বিশ্বে যে রেকর্ডের শীর্ষে মুশফিক

খেলা ডেস্ক

১৪ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৮

বাংলাদেশের হয়ে তিন সংস্করণে এখন পর্যন্ত ৪৬৮টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। ব্যাটে হাতে ১৫ হাজারের বেশি রান করা এ উইকেটরক্ষক গ্লাভস হাতেও দলের জন্য যথেষ্ট অবদান রেখেছেন। জাতীয় দলের জার্সিতে উইকেটের পেছনে ৪৩৭ ইনিংস দায়িত্ব সামলানো মুশফিকের বর্তমানে ডিসমিসাল সংখ্যা ৪৭১। 

ডিসমিসাল সংখ্যায় মুশফিক অবশ্য জায়গা নিয়েছেন সেরাদের কাতারে। আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ডিসমিসালের তালিকায় মুশফিকের অবস্থান দশম। বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে এ উইকেটরক্ষক ব্যাটারের অবস্থান অবশ্য দ্বিতীয়। মুশফিকের উপরে থাকা প্রোটিয়া উইকেটকিপার কুইন্টন ডি কক আবার টেস্ট, ওয়ানডে থেকে অবসর নিয়েছেন।

ওয়ানডে ক্রিকেটে গ্লাভস হাতে ২৯৬টি ডিসমিসাল আছে মুশফিকের। এর মধ্যে তিন ম্যাচের এক সিরিজে সর্বোচ্চ ১০টি ডিসমিসালের রেকর্ড রয়েছে তাঁর। চলতি বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড গড়ার সিরিজে উইকেটের পেছনে ১০টি ক্যাচ নিয়েছিলেন মুশফিকুর রহিম।

ওয়ানডেতে তিন ম্যাচের সিরিজে মুশফিকের চেয়ে আর কারো বেশি ডিসমিসালের রেকর্ড নেই। তবে সমানসংখ্যক ডিসমিসাল নিয়ে টাইগারদের সাবেক কাপ্তানের সাথে তালিকায় রয়েছেন বিশ্বের আরও তিন উইকেটরক্ষক। 

২০১৩ সালে বাংলাদেশের বিপক্ষে এ রেকর্ড গড়েন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেইলর। একই বছরের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে এ কীর্তি গড়েন প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটার ডি কক। প্রায় দশ বছর এ দুইজনের নামে অক্ষত থাকা রেকর্ডে চলতি বছরে ভাগ বসিয়েছেন বাংলাদেশের মুশফিক এবং পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। রিজওয়ানের সামনে সবাইকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড গড়ার সুযোগ থাকলেও তিনি হাতছাড়া করেন। 

উল্লেখ্য, লাল-সবুজের জার্সিতে ১০২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা মুশফিক ২০২২ সালে এ সংস্করণ থেকে অবসর নিয়েছেন। বর্তমানে টেস্ট এবং ওয়ানডেতে খেললেও সাদা পোশাকে এখন আর উইকেটকিপিং করছেন না। তাতে ম্যাচ সংখ্যা বাড়লেও ডিসমিসালের পরিমাণ তেমন করে বাড়েনি। এদিকে ওয়ানডেতে উইকেটের পেছনে দায়িত্ব সামলালেও ইনজুরির কারণে ছিলেন না ক্যারিবিয়ান সফরে।

এমআই