Advertisement
Us Bangla Airlines
টেস্টে সাউদির স্মরণীয় ৩ রেকর্ড

টেস্টে সাউদির স্মরণীয় ৩ রেকর্ড

খেলা ডেস্ক

১৭ ডিসেম্বর ২০২৪, ১৬:০৬

টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছিল টিম সাউদির। ২০০৮ সালে নেপিয়ারে অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন এ বোলার। তবে সাউদির অভিষেকের দিন ইংলিশদের সাথে ১২১ রানের ব্যবধানে হেরেছিল কিউইরা। সেই ইংল্যান্ডই এবার সাউদির বিদায়ী প্রতিপক্ষ। টেস্টে নিজের শেষ ম্যাচে স্টোকসদের ৪২৩ রানের রেকর্ড ব্যবধানে হারিয়েছে সাউদিরা। 

নিউজিল্যান্ডের রেকর্ড জয়ের দিনে অবশ্য আলোচনায় আলো কেড়েছেন টিম সাউদি। সাদা পোশাকে দীর্ঘ ১৬ বছর কাটিয়ে দেওয়া এ পেসার আজ জাতীয় দল থেকে অবসর নিলেন। ক্যারিয়ারের শেষ ম্যাচেও বল হাতে অবদান রেখেছেন এ বোলার। ম্যাচের চতুর্থ ইনিংসে বেন ডাকেট এবং বেথেলকে আউট করেন এ ডানহাতি।

বিদায়ী ম্যাচে দুই উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে সাউদির শিকারের সংখ্যা ৩৯১-তে থেমেছে। অবশ্য আর ৯ উইকেট পেলেই ৪০০ উইকেটের মাইলফলক অর্জন করতে পারতেন তিনি। কিংবা দুই ছক্কা হাঁকাতে পারলে রেকর্ডের মুকুটে যুক্ত হতে পারতো নতুন পালক। তবুও ক্যারিয়ার শেষে লাল বলে তিনটি রেকর্ডে উজ্জ্বল সাউদির নাম।

কিউই বোলার টিম সাউদি দলের লেজের অংশের ব্যাটার হিসেবে মন্দ নন। জাতীয় দলের জার্সিতে ১৫৫ ইনিংস ব্যাট করে ১৫.৪৮ গড়ে সাউদি করেছেন ২২৪৫ রান। টেস্টে কোনো সেঞ্চুরি ছাড়াই অন্তত দুই হাজার রান করেছেন ৫ জন ব্যাটার। এদের মধ্যে সাউদির অবস্থান তৃতীয়।

এ তালিকায় সর্বোচ্চ রানের শীর্ষে আছেন সাবেক অজি তারকা শেন ওয়ার্ন। ১২ ফিফটিতে এই বিখ্যাত লেগ স্পিনার করেছিলেন ৩১৫৪ রান। তালিকার দ্বিতীয় স্থানে আছেন নিরোশন ডিকওয়েলা। সম্প্রতি নিষিদ্ধের বেড়াজাল থেকে মুক্ত হওয়া এ লঙ্কান উইকেটরক্ষক কোনো সেঞ্চুরি ছাড়াই করেছেন ২৭৫৭ রান।

টিম সাউদি আরও একটা রেকর্ডের খুব কাছ থেকে ফিরেছেন। টেস্ট ইতিহাসে বেন স্টোকস, ব্রেন্ডন ম্যাককালাম আর অ্যাডাম গিলক্রিস্টের আছে ১০০ ছক্কা হাঁকানোর রেকর্ড। সেই তালিকায় ঢুকতে পারতেন সাউদি নিজেও। পরিপূর্ণ বোলার হয়েও তার নামের পাশে ৯৮ ছক্কা। তবে লাল বলে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর তালিকায় চতুর্থ অবস্থানে থেকে ক্যারিয়ার শেষ করলেন এ কিউই তারকা।

টেস্টে ধারাবাহিকভাবে হার্ড লেন্থে বল করতেন টিম সাউদি। কখনো আবার পিচ কন্ডিশনে লেন্থের আগ-পিছ হতো। তবে লেন্থ থেকে নিয়মিত সুইং আদায় এ বোলারকে পড়তে গড়বড় করে ফেলতেন ব্যাটাররা। তাতে পুশ, ড্রাইভ কিংবা কাট খেলতে গিয়ে ব্যাটার কানায় লেগে বল জমা পড়তো কিপারের গ্লাভসে। 

সাদা পোশাকে সাউদির ৩৯১ উইকেটের মধ্যে ১১৫টি উইকেট জমা পড়েছিল কিপারের দস্তানায়। যা তাঁর মোট উইকেটের ২৯ শতাংশ। উইকেটরক্ষকের হাতে ক্যাচ বানিয়ে ব্যাটারকে আউট করার এ তালিকায় সাউদির অবস্থান চতুর্থ। শীর্ষে আছেন ইংলিশ কিংবদন্তি জেমন অ্যান্ডারসন।

এমআই