
ভারত-ইংল্যান্ডের সাথে রেকর্ডের কাতারে বাংলাদেশ
খেলা ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৫
সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক জয় পেয়েছে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের মাটিতে এবারই প্রথম তাদের ধবলধোলাই করলো টাইগাররা। তিন ম্যাচের এ সিরিজের সব ম্যাচেই শুরুতে ব্যাটিং করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে রাভমেন পাওয়েলদের ৭ রানে হারানোর পর বাকি ম্যাচগুলোতে ব্যবধান বাড়িয়েছে লিটনের দল। দ্বিতীয়, তৃতীয় ম্যাচে যথাক্রমে ২৭, ৮০ রানে হেরেছে ক্যারিবিয়ানরা।
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার সিরিজে অনন্য নজির গড়েছে বাংলাদেশ। বিদেশের মাটিতে এক যুগ পর প্রতিপক্ষকে ধবলধোলাই করতে পেরেছ লাল-সবুজের দল। এর আগে ২০১২ সালে আয়ারল্যান্ডের মাটিতে আইরিশদের ৩-০ ব্যবধানে হারিয়েছিল সাকিব-মুশফিকরা।
বিশ ওভারের ক্রিকেটে দেশে-বিদেশে মিলিয়ে মোট ৭ বার হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে ঘরের মাটিতে হয়েছিল ৪ বার। সবশেষ ২০১৯ সালে আগস্টে ক্যারিবিয়ানদের শেষবার ৩-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। একইবছরের মার্চে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল ইংল্যান্ড। এবার ভারত-ইংল্যান্ডের কাতারে শামিল হলো বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজকে ভারতের পাশাপাশি পাকিস্তান হোয়াইটওয়াশের লজ্জায় ফেলেছে তিনবার। তবে বাংলাদেশের সাথে ইংল্যান্ডের এমন কীর্তির ঘটনা মাত্র একবার।
এদিকে টি-টোয়েন্টিতে তিন ম্যাচের সিরিজে প্রতিপক্ষকে তিনবার হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও বাংলাদেশের বিপক্ষে ধবলধোলাই হয়েছে ইংল্যান্ড। গত বছর ঘরের মাটিতে ইংলিশদের ৩-০ ব্যবধানে হারিয়েছে নাজমুল শান্তের দল।
এমআই