Advertisement
Us Bangla Airlines
বিপিএলের পর্দা উঠবে ৩০ ডিসেম্বর

বিপিএলের পর্দা উঠবে ৩০ ডিসেম্বর

খেলা ডেস্ক

৩১ অক্টোবর ২০২৪, ১৮:২২

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ আগেই জানিয়েছিলেন, আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াতে পারে বিপিএলের এবারের আসর। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তিনদিন পিছিয়েছে আসর শুরুর সময়।

নতুন সূচি অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের এবারের আসরের। ৭ দলের টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি। গতকাল বুধবার বোর্ড সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

আসর শুরুর ও ফাইনালের সময় জানালেও ম্যাচের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি বোর্ড। বিপিএলকে সামনে রেখে গত ১৪ অক্টোবর রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। সেখান থেকে নিজেদের পছন্দ মতো ক্রিকেটার নিয়ে স্কোয়াড সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিরা।

রাজনৈতিক পট পরিবর্তন ও নানা জটিলতায় বিপিএলের সবশেষ আসরে অংশগ্রহণ করা দলের মাঝ থেকে এবার নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স দুর্দান্ত ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

পুরনো ফ্র্যাঞ্চাইজিদের মাঝে এবারও বিপিএলে খেলবে সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ১১ বছর পর দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ফিরেছে প্রথম দুই আসরে অংশ নেয়া চিটাগং কিংস। নতুন করে বিপিএলের সঙ্গে যুক্ত হয়েছে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী। 

এফআই