Advertisement
Us Bangla Airlines
চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত নতুন কোচ নিয়োগ পাকিস্তানের

চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত নতুন কোচ নিয়োগ পাকিস্তানের

খেলা ডেস্ক

১৯ নভেম্বর ২০২৪, ১১:৫৭

পাকিস্তানের ক্রিকেটে রদবদল, পরিবর্তন যেন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। একজন ছাঁটাই হচ্ছেন তো আবার আরেকজন নতুন করে যুক্ত হয়ে যাচ্ছেন। পিসিবির কোচের পদে মিউজিক্যাল চেয়ারের সবশেষ শিকার হলেন জেসন গিলেস্পি। সাদা বলের ক্রিকেটে কোচ হলেন এই মুহূর্তে নির্বাচকের দায়িত্ব সামলানো আকিব জাভেদ। 

লাল বলের কোচ হয়ে পাকিস্তানে এসেছিলেন গিলেস্পি। গ্যারি কার্স্টেন আচমকা বিদায় নেওয়ার পর অন্তর্বর্তী দায়িত্বে সাদা বলের কোচের বাড়তি দায়িত্বটাও পেয়ে যান। বড় দায়িত্বের শুরুতেই সাফল্য পেয়েছেন।

২২ বছর পর ওয়ানডে দল নিয়ে গিয়ে অস্ট্রেলিয়াতে দ্বিপাক্ষিক সিরিজ জিতেছেন গিলেস্পি। কিন্তু এরপরও সাবেক এই অজি পেসারের ওপর ভরসা করতে পারল না পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

অবশ্য শুরুতে গুঞ্জন শোনা যাচ্ছিল লাল বলের কোচের পদ থেকে জেসন গিলেস্পিকে সরিয়ে তিন সংস্করণেই পাকিস্তানের কোচ হতে যাচ্ছেন আকিব জাভেদ। পাকিস্তানের গণমাধ্যমের গুঞ্জন থেকে শুরু হওয়া কথাটা পুরো ক্রিকেট দুনিয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এমন অবস্থায় অবশ্য এক্স-হ্যান্ডেলে পোস্ট করে গিলেস্পিকে একপ্রকার অভয় দিয়েছিল পাকিস্তান ক্রিকেট। 

এক্স-হ্যান্ডেলের সেই পোস্টে বলা হয়েছিল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে গিলেস্পিই পাকিস্তানের কোচ হিসেবে থাকছেন। যদিও এরপর ঠিক কী হবে তা আর নিশ্চিত করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার নতুন কোচ নিয়োগ নিয়ে আরেকটি টুইট করেছে পাকিস্তান ক্রিকেট।

আকিব জাভেদকে সাদা বলের কোচ করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এক্স বার্তায়। তার সঙ্গে পিসিবির চুক্তি ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। এই মুহূর্তে নির্বাচক কমিটির সদস্য হিসেবে কাজ করছেন আকিব জাভেদ। অন্তর্বর্তী কোচ হলেও নির্বাচকের দায়িত্বও বহাল থাকবে তার।

আগামী ২৪ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সিরিজ দুটি হবে জিম্বাবুয়েতে। এই সিরিজ দিয়েই জাতীয় দলের কোচের দায়িত্ব নিচ্ছেন আকিব জাভেদ। জিম্বাবুয়ে সিরিজের পর পাকিস্তান তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলতে যাবে দক্ষিণ আফ্রিকায়। ১০ ডিসেম্বর–৭ জানুয়ারি পর্যন্ত চলবে সেই সফর। 

এফআই