Advertisement
Us Bangla Airlines
জাতীয় দলে ফেরার প্রশ্নে সাকিব বললেন, দেখা যাক

জাতীয় দলে ফেরার প্রশ্নে সাকিব বললেন, দেখা যাক

খেলা ডেস্ক

২১ নভেম্বর ২০২৪, ১২:২৪

সাকিব আল হাসান জাতীয় দলে ফিরবেন নাকি ফিরবেন না-এমন গুঞ্জনে সয়লাব দেশের ক্রিকেট পাড়া। এবার খোদ সাকিবই এমন প্রশ্নের মুখোমুখি হলেন। 

দুই মাসের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। সর্বশেষ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে দেখা গিয়েছিল টাইগার এই অলরাউন্ডারকে। এরপর দেশের মাঠে নিজের বিদায়ী টেস্ট খেলতে চেয়েও পারেননি আন্দোলনের কারণে। 

সদ্য সমাপ্ত আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও ছিলেন না সাকিব। আগামী বছর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায় নেওয়ার ইচ্ছা সাকিবের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে পুনরায় বাংলাদেশের ক্রিকেটে ফেরা নিয়েই অনিশ্চয়তা ছিল।

দুবাইয়ে আবুধাবি টি-১০ লিগ শুরুর আগের দিন হাজির হয়েছিলেন ১০ দলের অধিনায়ক। সেখানেই সাকিবকে প্রশ্ন করা হয় জাতীয় দলে ফেরা নিয়ে। সাংবাদিকের সেই প্রশ্নের জবাব সাকিব দিয়েছেন এক লাইনে। অনেকটা হেসেই বলেছিলেন, ‘এই টুর্নামেন্টের পরে দেখা যাক…’। এরপরেই জানতে চাওয়া হয়, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনাকে দলে দেখা যাবে কি না? সেখানেও সাকিবের ছোট উত্তর, ‘এখন এই টুর্নামেন্ট নিয়ে পুরো ফোকাসড করছি।’ 

আবুধাবি টি-টেন লিগ শেষ হবে আগামী ২ ডিসেম্বর। বাংলাদেশের জাতীয় দলের সূচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ তারিখ থেকে। সাকিবের কথা যদি সত্য হয়েই থাকে, তবে সম্ভবত তাকে দেখা যাবে সেই সিরিজে। 

আগামী ফেব্রুয়ারি-মার্চ মাসে হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সবকিছু ঠিক থাকলে সেই টুর্নামেন্ট থেকেই অবসরে যাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টারবয়। 

এফআই