Advertisement
Us Bangla Airlines
সৌদি আরবে আইপিএলের মেগা নিলাম, সময়সূচি চূড়ান্ত

সৌদি আরবে আইপিএলের মেগা নিলাম, সময়সূচি চূড়ান্ত

খেলা ডেস্ক

০৫ নভেম্বর ২০২৪, ১২:২৮

সময় যত গড়াচ্ছে আইপিএল নিয়ে উন্মাদনা তত বাড়ছে। এরই মধ্যে রিটেনশন পর্ব শেষ হয়েছে। ক্রিকেটপ্রেমীদের আগ্রহ এখন নিলাম নিয়ে। আগেই গুঞ্জন ছিল, এবারের মেগা নিলাম হবে সৌদি আরবের রিয়াদে।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে সেই খবরের সত্যতা মিলেছে। সেই সঙ্গে আইপিএলের নিলামের সম্ভাব্য দিনও প্রকাশ্যে এসেছে। তবে কিছুটা সমস্যা তৈরি হয়েছে নিলাম শুরুর সময়কে কেন্দ্র করে।

এরইমাঝে প্রতিটি দল নিজেদের পরিকল্পনা মতো দুই থেকে ছ’জন ক্রিকেটারকে ধরে রেখেছে। নিয়ম অনুযায়ী, প্রতিটি দলে সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার থাকতে পারেন। আইপিএলের ১০টি দল মিলিয়ে ৪৬ জন ক্রিকেটারকে আগামী তিন মওসুমের জন্য রেখে দিয়েছে।

নিলামে সব মিলিয়ে আরও ২০৪ জন ক্রিকেটার দল পেতে পারেন। তার মধ্যে ৭০ জন বিদেশি ক্রিকেটার থাকতে পারেন। আগামী তিন বছরের জন্য কারা কেমন দল তৈরি করবে, এখন তা নিয়ে আগ্রহ রয়েছে ক্রিকেটেপ্রেমীদের।

বিসিসিআই সূত্রে খবর, আগামী ২৪ এবং ২৫ নভেম্বর দু’দিন ধরে হবে আইপিএলের নিলাম। সৌদি আরবের রাজধানী রিয়াদেই নিলামের আয়োজন করা হচ্ছে। বোর্ডের সূত্রে ভারতের একাধিক গণমাধ্যমে উঠে এসেছে ২৪ ও ২৫ নভেম্বরের কথা। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসতে খানিক অপেক্ষা করতেই হচ্ছে।

এদিকে ২২ নভেম্বর থেকে পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। আইপিএল নিলামের জন্য নির্ধারিত দিনে ভারতের প্রথম টেস্টের তৃতীয় এবং চতুর্থ দিন। মূল সমস্যার সূত্রপাত এখান থেকেই। বোর্ডার-গাভাস্কর ট্রফি ও আইপিএলের নিলাম সম্প্রচারকারী চ্যানেল একই। তাই কোন সময় নিলাম শুরু করা হবে, তা নিয়ে আলোচনা চলছে।

অস্ট্রেলিয়ার পার্থ এবং সৌদি আরবের রিয়াদের সময়ের পার্থক্য ৫ ঘণ্টা। বিসিসিআই কর্তাদের সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছেন, অস্ট্রেলিয়া-ভারত টেস্টের সংশ্লিষ্ট দু’দিনের খেলা শেষ হওয়ার পর নিলাম শুরু করতে হবে। আবার গভীর রাত পর্যন্ত নিলাম চালানোর পক্ষে নয় একাধিক দল। সম্প্রচারকারী চ্যানেলের দাবি মেনে, বিকেল নাগাদ হতে পারে নিলামের আয়োজন। 

বোর্ড কর্তারা রিয়াদে গিয়ে নিলামের সম্ভাব্য জায়গা দেখে এসেছেন আগেই। সোমবার বোর্ডের আরও একটি প্রতিনিধি দল সৌদি আরবে গিয়েছেন বলে নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। এই সফরেই সব কিছু চূড়ান্ত করা হবে। প্রাথমিকভাবে রিয়াদ ছাড়াও জেদ্দা, সিঙ্গাপুর, দুবাই এমনকি ভিয়েনাও ছিল বিসিসিআই কর্তাদের তালিকায়। তবে শেষ পর্যন্ত রিয়াদেই হতে যাচ্ছে আইপিএলের এবারের মেগা নিলাম।

এফআই