Advertisement
Us Bangla Airlines
বিপিএল সূচি: ঢাকার প্রথম পর্বে কার খেলা কবে

বিপিএল সূচি: ঢাকার প্রথম পর্বে কার খেলা কবে

খেলা ডেস্ক

৩০ ডিসেম্বর ২০২৪, ১৫:২৩

বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটের বড় ঘরোয়া আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দেশি-বিদেশি ক্রিকেটারের মিলন মেলায় আজ থেকে শুরু হচ্ছে বিপিএলের ১১তম আসর। মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়াম থেকে শুরু হওয়া ৩৯ দিনের এ ক্রিকেট যুদ্ধ মিরপুরেই ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে ইতি টানবে। 

বিপিএলে এবারের আসরে মোট সাতটি দল অংশ নিয়েছে। তাতে সবমিলিয়ে মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ঢাকায় প্রথম পর্বে ৩০ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ৮টি ম্যাচ, সিলেটের মাঠে দ্বিতীয় পর্বে ৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ১২টি ম্যাচ, চট্টগ্রামে তৃতীয় পর্বে ১৬ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 

২৬ জানুয়ারি থেকে ঢাকায় শেষ পর্ব শুরু হবে। ৭ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে বিপিএলের। এই পর্বে ১৪টি ম্যাচ খেলবে দলগুলো। 

বিপিএলে ঢাকার প্রথম পর্বের সূচি

৩০ ডিসেম্বর
ফরচুন বরিশাল-দুর্বার রাজশাহী, দুপুর ১.৩০, ঢাকা
রংপুর রাইডার্স-ঢাকা ক্যাপিটাল, সন্ধ্যা ৭টা, ঢাকা

৩১ ডিসেম্বর
খুলনা টাইগার্স-চট্টগ্রাম কিংস, দুপুর ১.৩০, ঢাকা
সিলেট স্ট্রাইকার্স-রংপুর রাইডার্স, সন্ধ্যা ৭টা, ঢাকা

২ জানুয়ারি
দুর্বার রাজশাহী-ঢাকা ক্যাপিটাল, দুপুর ১.৩০, ঢাকা
ফরচুন বরিশাল-রংপুর রাইডার্স, সন্ধ্যা ৭টা, ঢাকা

৩ জানুয়ারি
দুর্বার রাজশাহী-চট্টগ্রাম কিংস, দুপুর ২টা, ঢাকা
ঢাকা ক্যাপিটাল-খুলনা টাইগার্স, সন্ধ্যা ৭.৩০, ঢাকা

এমআই