Advertisement
Us Bangla Airlines
ভয়াবহ ব্যাটিং ধসের দায় নিজের কাঁধে নিচ্ছেন শান্ত

ভয়াবহ ব্যাটিং ধসের দায় নিজের কাঁধে নিচ্ছেন শান্ত

খেলা ডেস্ক

০৭ নভেম্বর ২০২৪, ১৩:২৪

বাংলাদেশের ব্যাটিং অর্ডারে ‘তাসের ঘরের মতো ভেঙে পড়ার’ দৃশ্য খুব অচেনা কিছু না। আফগানিস্তানের বিপক্ষেও গতকাল একটা সময়ে জয়ের পথে বেশ ভালোভাবেই ছিল নাজমুল হোসেন শান্তরা। কিন্তু আচমকাই যেন সব এলোমেলো হয়ে যায়। দলের এমন ব্যাটিং ধসের দায় নিজের কাঁধে নিচ্ছেন টাইগার অধিনায়ক।

গতকাল (বুধবার) সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরুটা ভালো হয়েছিল বাংলাদেশের। টাইগার দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন মিলে আফগান ব্যাটারদের কোনঠাসা করে দিয়েছিলেন। যদিও বিপর্যয় কাটিয়ে শেষ পর্যন্ত  ৪৯ ওভার ৪ বলে ২৩৫ রানে অলআউট হয়েছিল আফগানিস্তান। 

শান্ত বললেন, বোলিংয়ের শুরুটা ভালো করলেও পরের দিকে খেই হারিয়ে ফেলেছেন বোলাররা। আমাদের শুরুটা ভালো হয়েছিল। প্রথম ১৫-২০ ওভার আমরা খুবই ভালো বোলিং করেছি। তবে মাঝের সময়টায় আমরা পরিকল্পনার বাস্তবায়ন করতে পারিনি আমরা। উইকেটে বাউন্স ছিল নিচু। আমাদের কেবল প্রয়োজন ছিল লম্বা সময় ধরে সঠিক জায়গায় বল রেখে যাওয়া।’

জবাবে রান তাড়া করতে নেমে ৩৪ ওভার ৩ বলে ১৪৩ রানে থেমে গেছে বাংলাদেশ। যদিও টার্গেট তাড়ায় বেশ ভালোভাবেই এগোচ্ছিল টিম টাইগার্স। ২ উইকেট হারিয়ে দলীয় শতক পূরণ করেছিল বাংলাদেশ। কিন্তু ৩ উইকেটে ১৩১ থেকে আর ১২ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারিয়ে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তরা।

ব্যাটিং ধসের দায় নিজের কাঁধে নিয়ে শান্ত বলছিলেন, আমার মনে হয়, আমার উইকেটই আজকের ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে। কারণ আমি থিতু হয়ে গিয়েছিলাম। এছাড়া মিরাজ, সৌম্য, আমরা ৩০-৪০ রান করে আউট হয়েছি। এই ধরনের কন্ডিশনে আরও লম্বা সময় ব্যাট করা প্রয়োজন ছিল। আজকের ব্যাটিংয়ে এটিই ছিল মূল সমস্যা।’ 

পরের ম্যাচের প্রত্যাশার প্রসঙ্গে শান্ত বললেন, প্রস্তুতির ঘাটতি তিনি দেখেন না। সিরিজে ফেরার আশাও তার প্রবল। বলছিলেন, ‘প্রস্তুতি দুর্দান্ত ছিল আমাদের, আজকের দিনটি আমাদের ছিল না। আশা করি, পরের ম্যাচে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াতে পারব।’

সিরিজে দ্বিতীয় ম্যাচ একই ভেন্যুতে মাঠে গড়াবে আগামী শনিবার। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

এফআই