মরুর বুকে গতির ঝড় নাহিদ রানার, মুগ্ধ বিশপ-সিমন্সরা
খেলা ডেস্ক
১২ নভেম্বর ২০২৪, ১২:৩৮
অভিষেক ম্যাচটা জয়ে রাঙাতে না পারলেও মরুর বুকে ঠিকই নিজের গতির ঝড় তুলেছেন নাহিদ রানা। গতকাল (সোমবার) সিরিজ নির্ধারণী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত বল করেছেন তরুণ এই পেসার। দুই উইকেট পেয়েছেন নিজের কার্যকরী বোলিংয়ের সুবাদে। দিনশেষে কুড়াচ্ছেন প্রশংসাও।
শুধু গতি নয়, ওয়ানডে অভিষেকে গতির সঙ্গে নাহিদের নিয়ন্ত্রণও ছিল চোখে পড়ার মতো। খেলা চলাকালেই তরুণ এই পেসারকে নিয়ে মুগ্ধতার কথা জানান সাবেক ক্যারিবীয় ফাস্ট বোলার ইয়ান বিশপ, যিনি নিজেও ক্যারিয়ারের শুরুতে ছিলেন বিশ্বের অন্যতম গতিময় বোলারদের একজন। সেই সঙ্গে কিছু পরামর্শও দিলেন।
ফিল সিমন্স বলেন, ‘বাংলাদেশকে সক্রিয় হতে হবে। সেরা স্ট্রেন্থ ও কন্ডিশনিং বিশেষজ্ঞ ও ডায়েটিশিয়ানকে চাকরি দিতে হবে। নাহিদ রানা ও তাদের ফাস্ট বোলিং দলটাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। নাহিদের গতি খুবই প্রশংসনীয়।’
এদিকে, গতির ঝড় তোলা রানাকে নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টাইগার হেড কোচ ফিল সিমন্স বলেন, ‘আসলে আমি জিনিসটা যেভাবে দেখি তা হচ্ছে, গতি এমন একটা জিনিস যা আপনি বাজার থেকে কিনতে পারবেন না। আপনি কাউকে দ্রুত বোলিং করতে শেখাতে পারবেন না। ফলে তার মাঝে এই প্রতিভাটা রয়েছে। আমরা চেষ্টা করব যত বেশি সম্ভব এই এক্সাইটিং ট্যালেন্টের যত্ন নিতে। সেও দারুণ এক্সাইটিং ক্রিকেটার। অ্যাটিটিউড, বলের গতি সবকিছু মিলিয়েই। দারুণ লেগেছে তার খেলা দেখতে, চেষ্টা করে যাব তাকে গড়ে তুলতে।’
ফিল সিমন্সের বাংলাদেশের আগমন অনেকটাই আকস্মিক। এরপর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ আর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ভালো কাটেনি তার। এবার এই কোচের নজর ক্যারিবিয়ান সিরিজে ‘আসলে দক্ষিণ আফ্রিকার সাথে দুই টেস্টের সিরিজ ভালো যায়নি, এখানেও ভালো সিরিজ যায়নি। সেন্ট কিটসে ওয়ানডে সিরিজে এখানকার মত কন্ডিশনই থাকবে। সেন্ট ভিনসেন্টে কেমন কন্ডিশন আমি আসলে তা বলতে পারছি না। টেস্ট খেলা অ্যান্টিগা আর জ্যামাইকাতে। ছেলেরা সিরিজের জন্য মুখিয়ে আছে।’
টাইগার কোচ অবশ্য ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটে আক্রান্ত একটা স্কোয়াডকেই পাচ্ছেন। যদিও সেখান থেকেই লড়াই করার কথা বললেন তিনি, ‘দুর্ভাগ্যজনকভাবে আমাদের বেশ কিছু চোটসমস্যা রয়েছে। তবে আমাদের এখান থেকেই লড়াই করতে হবে এবং সুযোগ কাজে লাগানোর চেষ্টা করতে হবে।’
এফআই