Advertisement
Us Bangla Airlines
চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশে কবে আসছে?

চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশে কবে আসছে?

খেলা ডেস্ক

১৭ নভেম্বর ২০২৪, ১৩:১২

চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন নিয়ে ভারত-পাকিস্তানের ‘লড়াই’ এখনো শেষ হয়নি। অতীতে বারবার ভারতের চাওয়াকে প্রাধান্য দিয়ে সমঝোতায় অংশ নিলেও এবার বেঁকে বসেছে পাকিস্তান। ভারতও তাদের কথায় অনড়। পাকিস্তানে টুর্নামেন্ট আয়োজন নিয়ে তাই শঙ্কা এখনো কাটেনি। এতসব অনিশ্চয়তার মাঝে চ্যাম্পিয়নস ট্রফির অফিশিয়াল ট্যুর শুরু করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এরই মধ্যে আয়োজক দেশ পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে ট্রফিটি। 

১৬ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত পাকিস্তানে থাকবে দ্বিতীয় বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। দশদিনের সফরে ট্রফিটি পাকিস্তানের মুরি, হুনজা, মুজাফফরাবাদ এবং স্কারদুতে নিয়ে যাওয়া হবে। সফরের অংশ হিসেবে আরোহণ করবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উচুঁ পাহাড় ‘কেটু’। তবে টুর্নামেন্টের সম্ভাব্য ভেন্যু হতে যাওয়া লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিতে যাচ্ছে না ট্রফিটি। বায়ুদূষণের মুখ্য কারণের পাশাপাশি অন্য শহরগুলোকে পর্যটনমুখী করতে এমন সিদ্ধান্ত পিসিবি এবং পাকিস্তান সরকারের।

টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া সব দেশেই পর্যায়ক্রমে ঘুরবে চ্যাম্পিয়নস ট্রফি। ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশেও আসার কথা রয়েছে। আগামী ১০ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ট্রফির প্রদর্শনী অনুষ্ঠিত হবে দেশে। ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়াম এবং কক্সবাজার সমুদ্র সৈকতে ট্রফি প্রদর্শনের কথা রয়েছে। বিসিবি আশা করছে, ক্রিকেটপ্রেমীদের জন্য এই অভিজ্ঞতা হবে অনন্য এবং এর মাধ্যমে বাংলাদেশি ক্রিকেটভক্তদের উচ্ছ্বাস বাড়বে।

তবে ট্রফির ভ্রমণ শুরু হয়ে গেলেও টুর্নামেন্টের সূচি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। পাকিস্তানের গলার কাঁটা হয়ে ওঠা ভারতই এর মূল কারণ। নিরাপত্তার দোহাই দিয়ে ভারত এখনো পাকিস্তানে খেলতে রাজি হয়নি। অন্যদিকে ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলও প্রত্যাখান করেছে পাকিস্তান। এমনকি এবারের পুরো আসর শেষমেশ পাকিস্তানে আয়োজিত না হলে বয়কটের হুমকিও দিয়ে রেখেছে দেশটি। তবে অনিশ্চয়তার দোলাচলে বল এখন আইসিসির কোর্টে। বিশৃঙ্খলা এড়াতে সমঝোতায় মনযোগী ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

এদিকে ভারত-পাকিস্তান ম্যাচ আইসিসির মুনাফার বড় একটা অংশ। নিজেদের কোর্টের বল কোনভাবে গতিপথ মিস করলে সবচেয়ে বড় ক্ষতিটা হবে আইসিসির। আবার উভয় দল সমঝোতায় না ফিরলে ভেন্যু পাল্টে দক্ষিণ আফ্রিকায় নেওয়ারও গুঞ্জন উঠেছে। অবশ্য এতসব গুঞ্জনের সূত্র উভয় দেশের গণমাধ্যম। 

এরইমাঝে কিছু ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সরিয়ে ভারতের মাটিতেই নিয়ে যাওয়া হতে পারে। শেষ পর্যন্ত ঠিক কোনদিকে যাবে এই আসর আয়োজনের দায়িত্ব, তা নিয়ে আছে বড় প্রশ্ন। আবার টুর্নামেন্টের নিশ্চয়তা না দিয়ে পাকিস্তানে ট্রফি ট্যুর আয়োজন করায় চটেছেন দেশটির সাবেক ক্রিকেটারদের অনেকেই। 

এফআই