আইপিএলে ধোনির দলে দেখা যাবে সাকিবকে?
খেলা ডেস্ক
১৮ নভেম্বর ২০২৪, ১২:০৩
২০২৫ আইপিএল সামনে রেখে মেগা নিলামে নাম দিয়েছেন সাকিব আল হাসান। যেখানে দল পেতে নিজের ভিত্তিমূল্য ২ কোটি থেকে এক লাফে ১ কোটিতে নামিয়ে এনেছেন টাইগার অলরাউন্ডার। জমজমাট লিগটিতে একসময়ের নিয়মিত মুখ সাকিবকে আসন্ন আসরে কেউ দলে নেয় কি না এমন প্রশ্ন উঠছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ৬ বার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। এ ছাড়া সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুই আসরে মাঠ মাতিয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। এক সময় আইপিএলে নিয়মিত মুখ হলেও বয়স আর পারফরম্যান্সে ভাটা পড়ায় গত আসরে দল পাননি তিনি। তবে আগামী আসরে আবারও এই টুর্নামেন্টে দেখা যেতে পারে সাকিবকে।
আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে মেগা নিলাম। তার আগে দলগুলো সর্বোচ্চ ৬ জন করে ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেয়েছে। চেন্নাই সুপার কিংস ৫ জন ক্রিকেটারকে ধরে রেখেছে।
চেন্নাইয়ের ধরে রাখা ক্রিকেটারের তালিকায় আছেন দলটির ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বর্তমান অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়, দেশি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও শিবম দুবে। এই চার দেশি ক্রিকেটারের পাশাপাশি একমাত্র বিদেশি হিসেবে মাথিশা পাথিরানাকে ধরে রাখছে ফ্র্যাঞ্চাইজিটি।
Thalpathy x __________ = #BuildYourSuperSquad now! in bio! #WhistlePodu #IPLAuction
Posted by Chennai Super Kings on Sunday, November 17, 2024
আসন্ন মেগা নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের পছন্দের ক্রিকেটারদের নিয়ে পরিকল্পনা সাজায়। আর নিলামে তাদের ওপর নজর রাখে। চেষ্টা করে দলে ভেড়ানোর। আর তাদের পরিকল্পনার কিছুটা ছাপ থাকে সামাজিক যোগাযোগমাধ্যমে। চেন্নাই তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল রাতে একটি পোস্ট করেছে।
যেখানে জাদেজার সঙ্গে একজন অলরাউন্ডারের শ্যাডো ছবি দিয়েছে তারা। ক্যাপশনে লিখেছে জাদেজার জমজ অলরাউন্ডার কে? এই ছবি আর ক্যাপশনের সঙ্গে অনেকেই সাকিবের মিল খুঁজে পাচ্ছেন। আর দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ধরেই নিচ্ছেন, এবারের নিলাম থেকে সাকিবকে দলে ভেড়াতে পারে চেন্নাই। তবে আসলেই দলে নেয় কি না সেটির জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
এফআই