Advertisement
Us Bangla Airlines
ফের প্রেমে মজেছেন চাহাল, কার সঙ্গে কাটাচ্ছেন সময়?

ফের প্রেমে মজেছেন চাহাল, কার সঙ্গে কাটাচ্ছেন সময়?

খেলা ডেস্ক

০৯ মার্চ ২০২৫, ২৩:৪১

দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে টিম ইন্ডিয়া। কিউইদের অল্পতেই বেঁধে ফেলা ভারত শিরোপা জেতার স্বপ্ন দেখছে। ব্যাট হাতেও কম যাননি রোহিত শর্মারা। ওপেনিং জুটিতে দলকে দারুণ শুরু এনে দিয়েছেন ভারতীয় কাপ্তান। তবে ক্রিকেটীয় আলোচনা ছাপিয়ে সামাজিক মাধ্যম সরব যুজবেন্দ্র চাহালকে নিয়ে।

ফাইনাল ম্যাচে নিজের দেশকে সমর্থন দিতে গিয়ে দুবাই স্টেডিয়ামে পাড়ি জমিয়েছিলেন এই লেগ স্পিনার। চাহাল ছাড়া ভারতের সাবেক-বর্তমান অনেক ক্রিকেটারকেই দেখা গিয়েছে দুবাইয়ের গ্যালারিতে। তবুও চাহালকে নিয়ে আলোচনা কেন? কারণ, তাঁর পাশে গ্যালারিতে দেখা গিয়েছে এক সুন্দরীকে। নেটদুনিয়ায় এরপর ভাইরাল হয়ে পড়ে তাদের ছবি।

সুন্দরী নারীকে নিয়ে চাহাল ঠিক এমন সময়ে আলোচনা এসেছেন যখন তার স্ত্রী ধনশ্রী ভার্মার বিচ্ছেদের গুঞ্জন চলছে। যদিও এর আনুষ্ঠানিকতা নিয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি। তবে তাঁদের ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি জানান, বেশ কয়েক মাস তাঁরা আলাদা থাকছেন। তাঁদের ডিভোর্সের খবর অফিশিয়ালি ঘোষণা হওয়া শুধু সময়ের অপেক্ষা।

এরই মাঝে দুবাইতে ভারত-নিউজিল্যান্ড চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে চাহালের পাশে এক সুন্দরীকে বসে ম্যাচ দেখতে দেখা গিয়েছে। তবে খোঁজ মিলেছে এই প্রমীলার। চাহালের পাশে বসে থাকা এই নারীর নাম মেহবেশ। পেশায় রেডিও জকি এবং ইউটিউবারও। প্রসঙ্গত, চাহালের স্ত্রী ধনশ্রীও পেশায় ইউটিউবার এবং ডেন্টিস্ট ছিলেন।

এমআই