Advertisement
Us Bangla Airlines
নাহিদ রানার আগুন ঝরা বোলিং নিয়ে যা বললেন কোচ

নাহিদ রানার আগুন ঝরা বোলিং নিয়ে যা বললেন কোচ

খেলা ডেস্ক

০৩ ডিসেম্বর ২০২৪, ১৩:০৫

ক্যারিবিয়ান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ইনিংসে ১৬৪ রানেই সব উইকেট হারায় বাংলাদেশ। তাতে দ্বিতীয় দিনের শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে ৭০ রান তুলে ওয়েস্ট ইন্ডিজ। ধৈর্যশীল ব্যাটিংয়ে বড় রানের লক্ষ্যে হাঁটছিলো ব্রাথওয়েটরা। তবে তৃতীয় দিনের শুরুতে ক্যারিবিয়ান ব্যাটারদের পথের কাঁটা হয়ে উঠেন তরুণ টাইগার পেসার নাহিদ রানা। প্রথম দুই সেশনে নাহিদ রানার ফাইফারে বাংলাদেশ থেকে ১৮ রান পিছিয়ে ইনিংস শেষ করে ব্রাথওয়েটের দল।

নাহিদ রানার এমন আগুন ঝরা বোলিংয়ে খুশি বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস। প্রায় দেড়শো কিলোমিটারে নিয়মিত বল করা নাহিদ যে শিগগিরই ফাইফারের মাইলফলক অর্জন করবেন, এটা বিশ্বাস করতেন কোচ। একইসাথে নাহিদের বোলিং অ্যাকুরেসি নিয়েও মুগ্ধ এই কিউই তারকা।

তিনি বলেন, ‘গত ফেব্রুয়ারিতে নাহিদ যখন শুরু করেছিলো, সেখান থেকে তার অ্যাকুরেসিতে (নিশানা) যথেষ্ট উন্নতি করেছে। আপনি যখন ১৫০ কিলোমিটারে নিয়মিত বল করবেন, তাতে ৫ উইকেটের মাইলফলক অর্জন করা স্বাভাবিক বিষয়। আমরা জানতাম, নাহিদ রানার কাছে  শিগগিরই এ অর্জন ধরা দেবে’।

তিনি আরও বলেন, ‘নাহিদদের যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। আবার পেসারদের ওয়ার্কলোডের একটা বিষয় থাকে। এ কারণে তাকে প্রথম ম্যাচে খেলানো হয়নি। তবে সে খেলা ভালো বুঝে, দলে সুযোগ পেয়েই সে নিজের দায়িত্ব পালন করেছে। কাপ্তান মিরাজের পাশাপাশি হাসান, তাসকিনও তাকে মাঠে সহায়তা করেছে’।

নাহিদ রানার পাশাপাশি বল হাতে উজ্জ্বল ছিলেন হাসান-তাসকিনরাও। রান দেওয়ার ক্ষেত্রে উভয় ফাস্ট বোলারই ছিলেন যথেষ্ট কিপ্টে। নিখুঁত লাইন-লেন্থ আর সুইংয়ে হাসান নিয়েছিলেন দুই উইকেট। একটি করে উইকেট পেয়েছেন তাসকিন, মিরাজ এবং তাইজুল।

তবে তৃতীয় দিনের দ্বিতীয় সেশন থেকে পিচে ব্যাটারদের জন্য যথেষ্ট সহায়তা ছিলো। এ সুযোগকে কাজেও লাগিয়েছেন টাইগার ব্যাটাররা। ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে ম্যাচের ১৫ ওভারেই শতরান তুলে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে মিরাজদের ওভার প্রতি ব্যাটিং গড়ও ছিলো সাড়ে ৪ এর উপরে। বিষয়টাকে সর্তকতা হিসেবে দেখছেন টাইগার বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস। 

তিনি বলেন, সময় বাড়ার সাথে পিচে ব্যাটারদের জন্য সহায়তা বাড়ছে। পরবর্তী ইনিংসে আমাদের বল হাতে আরও ভালো করতে হবে।

এমআই