
আবাহনীর জালে বল গলিয়ে মোহামেডানের উৎসব
খেলা ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৪, ২২:২৯
ঘরোয়া ফুটবল কিংবা ক্রিকেটের ক্লাব প্রতিযোগিতা, আবাহনী-মোহামেডান যেন আলাদা আমেজ। তবে ক্রিকেটের তুলনায় দেশের ফুটবলে এর ঝাঁজ যেন একটু বেশি। নব্বই দশকে আবাহনী-মোহামেডান ম্যাচে থাকতো অঘোষিত ফাইনালের উৎসব। বর্তমানে এর চাহিদা, আমেজ কিছুটা কমে আসলেও ফুটবল মাঠে এখনো নজর কাটে আবাহনী-মোহামেডান ম্যাচ।
চলতি মৌসুমে দুই দলের প্রথম সাক্ষাতে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের কাছে ১-০ গোলে হেরেছে ঢাকা আবাহনী। বিদেশি ফুটবলারবিহীন আবাহনীর এ ম্যাচে পার্থক্যটা গড়ে দিয়েছেন মোহামেডানের বিদেশি ফুটবলার। বাঁ দিক থেকে আসা ক্রসে ছোট ডি–এর ভেতরে অনেকটা লাফিয়ে উঠে হেডে বল জালে পাঠান দলের অধিনায়ক ও মালির স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটা হয়েছে প্রথমার্ধের যোগ করা সময়ে। অবশ্য প্রথমার্ধের পুরো সময়ে আবাহনীকে খুঁজেই পাওয়া যায়নি। রক্ষণাত্মক ফুটবলই বেছে নিয়েছিল ধানমন্ডির দলটি। কিন্তু তাতেও কাজের কাজটা করতে পারেনি কোচ মারুফুল হকের দল।
ম্যাচের শেষ দশ মিনিটে অবশ্য আক্রমনাত্মক হয়ে উঠেছিল আবাহনী। কিন্তু মোহামেডানে রক্ষণভাগ টপকানো সম্ভব হয়নি। যদিও একবার মোহামেডানের জালে বল পাঠিয়েছিল ধানমন্ডির দল। কিন্তু রেফারির অফসাইডের সংকেতে সেটিও কাজে আসেনি। তাতে চলতি মৌসুমের চতুর্থ ম্যাচে প্রথম পরাজয়ের স্বাদ গ্রহণ করে আবাহনী।
এর আগে প্রিমিয়ার লিগে ফকিরেরপুল ইয়ংমেনস ও ওয়ান্ডারার্সের সঙ্গে জেতে আবাহনী। এছাড়া একটি ম্যাচে ড্র করে তারা। অন্যদিকে মোহামেডান মৌসুমের প্রথম তিনটি লিগ ম্যাচই জিতেছে। যার মধ্যে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ জিতেছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও আজ আবাহনীর বিপক্ষে।
এমআই