
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ কোথায়, কীভাবে দেখবেন
খেলা ডেস্ক
১৮ এপ্রিল ২০২৫, ১৪:৫৩
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত ১৫ এপ্রিল ঢাকায় পা রেখেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। একদিন বিরতি দিয়ে সিলেটে পৌঁছায় তারা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। ইতোমধ্যে দর্শকদের জন্য টিকিট বিক্রি শুরু করেছে বিসিবি।
স্বল্প মূল্যে টিকিট বিক্রি শুরু হলেও টেলিভিশন সম্প্রচার নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে সেই শঙ্কা আপাতত দূর হয়েছে। সিরিজটি সরাসরি সম্প্রচার করবে দেশের একমাত্র সরকারি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। আজ শুক্রবার (১৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিটিভি।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের হোম সিরিজগুলো মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের মাধ্যমে সরাসরি সম্প্রচার হয়েছে টি স্পোর্টস ও জিটিভিতে। তবে গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হওয়া সিরিজের মাধ্যমে সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে এই দুই চ্যানেল এবার সম্প্রচার করবে না খেলাটি।
এছাড়া বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স, খর্ব দল জিম্বাবুয়ে; পাশাপাশি টেস্ট ম্যাচ- সবমিলিয়ে এই সিরিজটির সম্প্রচার স্বত্ব কিনতে আগ্রহ দেখায়নি কোনো টিভি চ্যানেল। ফলে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজটি বিটিভিতে দেখানোর সিদ্ধান্ত হয়েছে।
এদিকে সিলেটে সিরিজের প্রথম টেস্ট শেষে উভয় দল চট্টগ্রামে পাড়ি জমাবে। সেখানে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
এমআই