
বিপিএল আয়োজনে বিসিবির সামনে নতুন চ্যালেঞ্জ
খেলা ডেস্ক
০১ আগস্ট ২০২৫, ১৬:৫০
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে পড়ছে বিসিবি। সবশেষ আসরে পারিশ্রমিক কাণ্ড নিয়ে বেশ নেতিবাচক প্রভাব পড়েছে বিপিএলে। এর মধ্যে বিগ ব্যাশ, এসএ টোয়েন্টি, আইএল টি-টোয়েন্টির মতো লিগের কারণে খেলোয়াড় সংকট পুরোনো খবর।
বিপিএল আয়োজনে বিসিবির সামনে নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)। গত কয়েক বছর ধরে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে বিপিএল আয়োজিত হয়ে আসছে। এবার এলপিএলও ২৭ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আজ শুক্রবার এক মিডিয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। সাধারণত জুলাই-আগস্টে এলপিএল আয়োজন করা হয়। এবার আগে করার কারণ জানিয়ে এলপিএলের টুর্নামেন্ট পরিচালক সামান্তা দোদানওয়ালা বলেন, ‘২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই সময়ে এলপিএল আয়োজন করা হচ্ছে।’
বিগ ব্যাশ, এসএ টোয়েন্টি, আইএল টি-টোয়েন্টির কারণে এমনিতেই ক্রিকেটার সংকটে ভুগে বিপিএল। তাতে রশিদ খান, সিকান্দার রাজার মতো ক্রিকেটারদেরও বাংলাদেশে আনতে পারেনি ফ্র্যাঞ্চাইজিগুলো। কারণ, বিদেশি টুর্নামেন্টগুলো অনেক জাঁকজমকপূর্ণ হয়ে থাকে। সেই তুলনায় বিপিএল অনেকটাই পিছিয়ে।
এ ছাড়া, এলপিএলে পাকিস্তানি অনেক তারকা ক্রিকেটারও খেলে থাকেন। বিপিএল-এলপিএল সমান্তরালে যদি হয়, তাহলে পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএল না খেলার সম্ভাবনা কম। ফলে আগামী আসরে আরও বেশি সংকটে পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
উল্লেখ্য, ডিসেম্বর–জানুয়ারিতে এবার বিপিএল আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির। এই মাসের মধ্যে ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট হতে পারে।
এমআই