Advertisement
Us Bangla Airlines
৩৮ বছর বয়সে ফিটনেস ট্রেনিংয়ে যাচ্ছেন সাকিব

৩৮ বছর বয়সে ফিটনেস ট্রেনিংয়ে যাচ্ছেন সাকিব

খেলা ডেস্ক

২৬ জুলাই ২০২৫, ১৬:১৩

আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন ধরে খেলা হচ্ছে না সাকিবের। বোলিং অ্যাকশনের জটিলতায় দীর্ঘদিন খেলার বাইরেও ছিলেন এই অলরাউন্ডার। পিএসএলের সবশেষ মৌসুম দিয়ে পুনরায় পেশাদার ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। এরপর গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছেন তিনি।

জিএসএলের পরে যুক্তরাষ্ট্রে আরেকটি টি-টেন টুর্নামেন্টে অংশ নিয়েছেন সাকিব। আগামী মাসে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) যোগ দেবেন এই অলরাউন্ডার। তবে সিপিএলে যাওয়ার আগে নিজের ফিটনেস নিয়ে আলাদাভাবে কাজ করেছেন তিনি। এমনকি ইংল্যান্ডে ১০ দিনের ফিটনেস ট্রেনিং করবেন ৩৮ বছর বয়সী সাকিব।

সম্প্রতি আমেরিকার নিউইয়র্কে গিয়েছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ নিহাদ-উজ-জামান। সেখানে সাকিবের সঙ্গে দেখা করেছেন তিনি, কথা বলেছেন ক্রিকেট নিয়ে। পরে সেই অভিজ্ঞতার কথা মুঠোফোনে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।

নিহাদুজ্জামান বলেন, ‘সাকিব ভাই ফিটনেস নিয়ে অনেক সিরিয়াস। রানিং করেন নিয়মিত, নিজের ফিটনেস বা স্কিল নিয়ে অনেক কাজ করছেন। যতটুকু মনে হলো উনি সবসময় বর্তমান নিয়ে ভাবছেন আরকি। ছবিতে দেখছেন হয়তো উনি অনেক শুকিয়ে গেছে। তবে কতদিন খেলা চালিয়ে যেতে চান এগুলো নিয়ে অবশ্য কোনো কথা হয়নি।’

তিনি আরও বলেন, ‘মূলত ফিটনেস নিয়ে কথাবার্তা হয়েছে, এখন নিউইয়র্কে আছেন সাকিব ভাই। এরপর তিনি ইংল্যান্ডে একটা ফিটনেস ট্রেনিং করবেন। বাকি যে ৪-৫ দিন নিউইয়র্কে থাকবেন উনার সঙ্গে প্র্যাকটিস করার চিন্তা আছে। সুযোগ হলে পাঁচটা সেশন করা যায় কি না দেখি। উনার সঙ্গে প্র্যাকটিস করলে অনেক কিছু শিখতে পারব।’

প্রসঙ্গত, ২৬ বছর বয়সী নিহাদুজ্জামান বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার। এখন পর্যন্ত ২৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি, যেখানে তার শিকার ৫৩ উইকেট। এ ছাড়া ৬৬ লিস্ট এ শ্রেণির ম্যাচে ৮১ এবং ৪৬ ঘরোয়া টি-টোয়েন্টিতে ৩২ উইকেট নিয়েছেন।

এমআই