Advertisement
Us Bangla Airlines
এনসিএলে বোলারদের ঝলক, আজও ব্যর্থ ব্যাটাররা

এনসিএলে বোলারদের ঝলক, আজও ব্যর্থ ব্যাটাররা

খেলা ডেস্ক

২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫২

জাতীয় লিগ টি-টোয়েন্টিতে রংপুর বিভাগের হয়ে দারুণ বোলিং করেছেন অলরাউন্ডার আলাউদ্দিন বাবু। ইনিংসের মাঝপথে বল হাতে পেয়েও বাজিমাত করেন তিনি। ষষ্ঠ বোলার হিসেবে আক্রমণে এসে প্রতিপক্ষ বরিশালের শেষ ৫ উইকেট তুলে নেন একাই। 

সিলেটে ৩.৩ ওভারে মাত্র ১৬ রান খরচ করে শিকার করেন ৫ উইকেট, যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ‘ফাইফার’। ব্যাট হাতে অবশ্য প্রথম বলেই আউট হন, তবে দলের সহজ জয়ে বড় অবদান রাখায় তিনিই হন ম্যাচসেরা।

এর আগে বরিশাল বিভাগ টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায়। ১৯.৩ ওভারে ১০৬ রানে অলআউট হয় দলটি। ফজলে মাহমুদ করেন ২৭, জাহিদুজ্জামান অপরাজিত থাকেন ২২ রানে। বাকিরা কেউই দাঁড়াতে পারেননি। রংপুরের হয়ে নাসির হোসেন নেন ২ উইকেট, আর আলাউদ্দিন একাই ফিনিশিংয়ের দায়িত্ব তুলে নেন কাঁধে।

জবাবে অনিক সরকার সেতুর ঝড়ো ব্যাটিংয়ে রংপুর জয় তুলে নেয় মাত্র ১৩.৩ ওভারে। দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামা ওপেনার ৫ ছক্কায় ৩৫ বলে করেন ৫৪ রান। আব্দুল্লাহ আল মামুন যোগ করেন ১৮ বলে ২৪ রান। ম্যাচের ফলাফল—রংপুর বিভাগ ৬ উইকেটে জয়ী।

দিনের আরেক ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন চট্টগ্রাম বিভাগের স্পিনার মোহাম্মদ রুবেল। কবজির মোচড়ে বল ঘুরিয়ে তিনি স্পিনের জাদু দেখিয়েছেন রাজশাহীর বিপক্ষে। ৪ ওভারে ২৪ রানে নিয়েছেন ৩ উইকেট। আগের ম্যাচে ৯৪ রান করা হাবিবুর রহমান সোহানকে এবার মাত্র ৮ রানে ফেরান। এরপর সাব্বির হোসেন ও অধিনায়ক শান্তকেও বিদায় করেন রুবেল।

চট্টগ্রাম আগে ব্যাট করে তোলে ১৫৫ রান। মুমিনুল হক ও শাহাদাত হোসেন দিপু দ্বিতীয় উইকেটে গড়েন ৮৫ রানের জুটি। দুজনেই করেন ৪৫ রান করে। তবে শেষ ৮ ওভারে মাত্র ৫৬ রান যোগ করে চট্টগ্রাম। সেই রানই যথেষ্ট প্রমাণ হয়, রুবেল-নাঈম-মুরাদদের বোলিংয়ে রাজশাহীর ব্যাটিং একপ্রকার মুখ থুবড়ে পড়ে।

দিনের দুই ম্যাচেই বোলাররা ছিলেন মূল পার্থক্য গড়ে দেওয়া ফ্যাক্টর। একদিকে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট তুলে নেওয়া অভিজ্ঞ আলাউদ্দিন বাবু, অন্যদিকে রহস্য ছড়িয়ে ম্যাচ ঘুরিয়ে দেওয়া তরুণ রুবেল—উভয়ের বোলিং পারফরম্যান্সই ছিল চোখে পড়ার মতো। তবে কোনো দলের ব্যাটাররাই বিশেষ কিছু করতে পারেননি।

এমআই