
একই রান, ভিন্ন পরিণতি—জিতল ঢাকা, হারল খুলনা
খেলা ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৫, ২২:২০
বৃষ্টি-বিরতির পর সিলেটে আবারও মাঠে গড়াল এনসিএল টি-টোয়েন্টি। শুক্রবার দিনের প্রথম ম্যাচে খুলনাকে ৮ উইকেটে হারিয়েছে রাজশাহী। আর দ্বিতীয় ম্যাচে রংপুরকে ৭১ রানে হারিয়ে দাপুটে জয় পেয়েছে ঢাকা। মজার ব্যাপার, দুই ম্যাচেই আগে ব্যাট করা দল তুলেছিল ঠিক ১৭১ রান। তবে একটিতে জয়ের জন্য যথেষ্ট হলেও, আরেকটিতে তা হার এড়াতে পারেনি।
প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করে খুলনা বিভাগ। ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন সৌম্য সরকার ও আফিফ হোসেন। সৌম্য ৩৪ বলে ৬৩ এবং আফিফ ৪৫ বলে করেন ৫০ রান। কিন্তু এনামুল হক বিজয় ও মিঠুন ব্যর্থ হওয়ায় বড় স্কোর গড়ার সুযোগ হাতছাড়া হয় খুলনার।
জবাবে রাজশাহীর দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও নাজমুল হোসেন শান্ত শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেন। দুজন মিলে গড়েন ১৪৮ রানের জুটি। সোহান মাত্র চার রান দূরে থেকে সেঞ্চুরি মিস করেন—৪৫ বলে ৯৬ রানের ইনিংসে ছিল ১০ চার ও ৬ ছক্কা।
শান্ত অপরাজিত থাকেন ৩৯ বলে ৬৫ রান করে। খুলনার বোলারদের এক প্রকার উড়িয়ে দিয়েই ৮ উইকেটের জয় তুলে নেয় রাজশাহী।
দিনের দ্বিতীয় ম্যাচে একই রান করে ভিন্ন ভাগ্য দেখে ঢাকা। টস জিতে ব্যাটিংয়ে নেমে আরিফুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন সৈকতের জুটিতে গড়েন বড় সংগ্রহ। আরিফুল ৪৯ বলে করেন ৫৯ রান, মোসাদ্দেক ৩৪ রানে অপরাজিত থাকেন। দুজন মিলে গড়েন ১০৪ রানের জুটি।
১৭২ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ছন্দহীন ছিল রংপুর। একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান আসে নাঈম ইসলামের ব্যাটে, যা আসে ৩৭ বলে। এই ইনিংসও ঢাকার জয়ে বাধা হতে পারেনি। ঢাকার হয়ে বল হাতে আলো ছড়ান তাইবুর ইসলাম, ৪ ওভারে ২২ রান দিয়ে শিকার করেন ৩টি উইকেট।
সিলেটেই চলবে এনসিএল টি-টোয়েন্টির বাকি ম্যাচগুলো। আবহাওয়া স্বাভাবিক থাকলে সামনে আরও জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
এমআই