
ফর্মহীন বাংলাদেশ, মার্চেই আসছে জিম্বাবুয়ে
খেলা ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫০
চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবির পর শিগগিরই দেশে ফিরছে নাজমুল শান্তের দল। নিজেদের সবশেষ ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর ভুল থেকে শিক্ষা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন তিনি। এমনকি আইসিসির এই টুর্নামেন্টে ডট বলের আসর বসিয়ে দেওয়া শান্তরা দেশে এসে তা নিয়েও কাজ করবেন বলে জানিয়েছেন।
ব্যর্থতা নিয়ে কাজ করার দারুণ সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। শিগগিরই লাল-সবুজের দেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আইসিসির সফরসূচি অনুযায়ী, আগামী মার্চে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। এই দফায় তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।
বিশ্ব ক্রিকেটে জিম্বাবুয়েকে ছোট দল হিসেবেই বিবেচনার করা হয়। ফর্মহীনতা বাংলাদেশ ভুগলে জিম্বাবুয়েকে গুড়িয়ে আবার শিরোনামে আসে টাইগাররা। নিজেদের ব্যর্থতার রেশ গুছিয়ে উঠতে এবারও সেই সুযোগ পাচ্ছে নাজমুল শান্তের দল। এমনকি সিনিয়র ক্রিকেটাররাও এই দলের বিপক্ষে খেলতে বসে থাকেন।
চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার শিখরে ওঠা দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদ অবসর নেননি। বিশ্বজুড়ে তীব্র সমালোচিত হয়েও তারা এখনো নিজেদের অবস্থানে অটল রয়েছেন। তাতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই সিনিয়রের দলে সুযোগ পাওয়া অবধারিত। তাতে খর্বকায় জিম্বাবুয়ের সঙ্গে পারফর্ম করে নিজেদের অবস্থান আরও শক্তপোক্ত করতে চাইবেন।
একই অবস্থা হতে পারে তানজিদ তামিম, সৌম্য, শান্তদের মতো বাকি ক্রিকেটারদের বেলায়। জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটে রান পাওয়ার অতীত অভিজ্ঞতা রয়েছে তাদের। সবমিলিয়ে মুশফিকদের যেন ফর্মে ফেরাতে দেশে আসছে জিম্বাবুয়ে।
এমআই