Advertisement
Us Bangla Airlines
বিশ্বকাপ না খেলা সিকান্দার তবুও ‘রাজা’!

বিশ্বকাপ না খেলা সিকান্দার তবুও ‘রাজা’!

খেলা ডেস্ক

২৫ জানুয়ারি ২০২৫, ২৩:০৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরে কোয়ালিফাই করতে পারেনি জিম্বাবুয়ে ক্রিকেট দল। বাছাই পর্বে উগান্ডার কাছে হেরে সেরা ১২ দলের দৌড় থেকে ছিটকে পড়েছিল সিকান্দার রাজারা। ফলে কুড়ি ওভারের ক্রিকেটে মহোৎসবের আসরে অনুপস্থিত ছিল জিম্বাবুয়ে ক্রিকেট টিম। তবুও ২০২৪ সালে ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে রাজা-বার্লরা। এর মধ্যে ১০টি ম্যাচ জিতেছে আফ্রিকার দলটি।

জিম্বাবুয়ের দশ জয়ের মাঝেও চমক দেখিয়েছে সিকান্দার রাজার দল। পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তানের মতো দলকেও হারিয়েছে তাঁরা। সবশেষ বছরে জিম্বাবুয়ের হয়ে সবগুলো ম্যাচেই ছিলেন দলটির অধিনায়ক সিকান্দার রাজা। এমনকি মজার সমীকরণের জন্ম দিয়েছেন এই অলরাউন্ডার। ২০২৪ সালে ২৪ ম্যাচ খেলে ২৪ উইকেট নিয়েছেন তিনি। গড় ২২, ইকোনমি ৭-এর কম।

সুন্দর সমীকরণের বছরে ব্যাট হাতেও দুর্দান্ত ছিলেন জিম্বাবুয়ের অধিনায়ক। ২৩ ইনিংস ব্যাট করে ২৮.৬৫ গড়ে ৫৭৩ রান করেছিলেন সিকান্দার রাজা, স্ট্রাইক রেট ১৪৬.৫৪! সাথে ছিল দুই ফিফটি এবং এক সেঞ্চুরি। গাম্বিয়ারা সাথে করা সেই সেঞ্চুরিতে রেকর্ড বইও তছনছ করেছেন এই ডানহাতি ব্যাটার। 

ব্যাট-বলে দারুণ অবদান রাখায় এবার জায়গা মিলেছে আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে। যেখানে বিশ্বকাপে না খেলেও একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা মিলেছে সিকান্দার রাজার। জিম্বাবুয়ের ক্যাপ্টেন ছাড়াও একাদশে আছেন ভারতের ৪ জন। এ ছাড়া পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের একজন করে আছেন বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে। 

আইসিসির বর্ষসেরা পুরুষ টি-টোয়েন্টি একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ট্রাভিস হেড, ফিল সল্ট, বাবর আজম, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, হার্দিক পান্ডিয়া, রশিদ খান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আর্শদীপ সিং ও জাসপ্রিত বুমরাহ। 

এমআই