
টেন্ডুলকারকে সম্মাননা দিল মেলবোর্ন ক্রিকেট ক্লাব
খেলা ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৪, ১৪:৩২
মেলবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সম্মানসূচক সদস্যপদ পেয়েছেন শচীন টেন্ডুলকার। ভারতীয় কিংবদন্তিকে সম্মাননা দেওয়ার বিষয়টি শুক্রবার (২৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে নিশ্চিত করেছে ক্লাবটি।
এমসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘একজন আইকনকে আমরা সম্মান জানালাম। এমসিসি আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে, ভারতের সাবেক অধিনায়ক শচীন টেন্ডুলকার খেলাটিতে তাঁর অসামান্য অবদানের কথা স্বীকার করে একটি সম্মানসূচক ক্রিকেট সদস্যপদ গ্রহণ করেছেন।’
ক্রিকেট ইতিহাসের প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে ২০০ টেস্ট খেলার কীর্তি গড়েছেন শচীন টেন্ডুলকার। এছাড়া ৪৬৩টি ওয়ানডে খেলার পাশাপাশি টি-টোয়েন্টিতে মাঠে নেমেছেন একবার। তিন ফরম্যাটে ৩৪ হাজার ৩৫৭ রান করে ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতীয় টেস্ট ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ (৪৪৯) রানের মালিকও ভারতীয় কিংবদন্তি।
— Melbourne Cricket Club (@MCC_Members) December 27, 2024
আন্তর্জাতিক ক্যারিয়ারের মধ্যে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শচীন খেলেছেন পাঁচটি টেস্ট ও সাতটি ওয়ানডে। এর মধ্যে ১৭ ইনিংসে করেছেন ৬৩৯ রান। যেখানে একটি সেঞ্চুরির সঙ্গে রয়েছে পাঁচটি অর্ধশতকের ইনিংস।
ক্রিকেটে অবদানের কারণে এবারই প্রথম কোনো ক্লাবের সদস্যপদ পাননি শচীন। এর আগে ২০১২ সালে অস্ট্রেলিয়ার আরেক মর্যাদাপূর্ণ ক্লাব সিডনি ক্রিকেট ক্লাবের আজীবন সদস্যপদ, ২০১৪ সালে ইংল্যান্ডের ইয়র্কশায়ার ক্রিকেট ক্লাবের সদস্যপদ পেয়েছেন তিনি। ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবেরও (এমসিসি) আজীবন সদস্য শচীন টেন্ডুলকার।
এমসিসির আজীবন সদস্যপদ পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ২০২৩ সালের এপ্রিলে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থাটির সদস্যপদ পেয়েছিলেন টাইগারদের সবচেয়ে সফল কাপ্তান।
এমআই