
থাইল্যান্ড সফরের আগে বাংলাদেশের স্কোয়াডে দুই পরিবর্তন
খেলা ডেস্ক
২০ অক্টোবর ২০২৫, ২০:৩৪
দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে আগামীকাল থাইল্যান্ডের উদ্দেশে রওনা দিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী ২৪ ও ২৭ অক্টোবর ব্যাংককের চালের্ম ফ্রাকিয়াত ব্যাং মড স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত এই সফরে জয় বা পরাজয়ের চেয়ে দলের পারফরম্যান্স উন্নয়নেই বেশি গুরুত্ব দিচ্ছেন কোচ পিটার বাটলার।
এশিয়ান কাপ বাছাইপর্বে অংশ নেওয়া দল থেকে দুইটি পরিবর্তন এনেছেন কোচ। দল থেকে বাদ পড়েছেন নিলুফা ইয়াসমিন ও সৌরভী আকন্দ প্রীতি। তাঁদের জায়গায় নেওয়া হয়েছে রুমা আক্তার ও সিনহা জাহান শিখাকে।
থাইল্যান্ড সফর সামনে রেখে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে ২১ দিনের একটি প্রস্তুতি ক্যাম্প করে বাংলাদেশ দল। তবে ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্দাসহ নয়জন খেলোয়াড় ক্যাম্পে ছিলেন না। তারা ভুটানের ঘরোয়া লিগে খেলার কারণে জাতীয় দলের সঙ্গে অনুশীলনে অংশ নিতে পারেননি।
ঋতু-মারিয়াদের নিয়ে অবশ্য দুশ্চিন্তা করছেন না কোচ বাটলার। তার ভাষায়, ‘মানিয়ে নেওয়া তাদের জন্য কঠিন হলেও, আমাদের কাজের ধারা সম্পর্কে তাদের ভালো ধারণা আছে। তাই এই মেয়েদের নিয়ে আমি কোনো সমস্যা দেখছি না। তারা জানে, আমরা কীভাবে খেলি।’
একই সুরে কথা বলেছেন দলের অধিনায়ক আফঈদা খন্দকারও। তিনি বলেন, ‘তাদের সঙ্গে ক্যাম্পে ৭-৮ বছর একসঙ্গে থাকছি। আমরা একে অপরকে ভালোভাবে জানি। গত দুই দিন কয়েকজনের সঙ্গে অনুশীলন করেছি, কোনো সমস্যা হয়নি। আশা করি বাকিদের সঙ্গেও হবে না।’
ফিফা র্যাঙ্কিংয়ে থাইল্যান্ড (৫৩) বাংলাদেশের (১০৪) থেকে অনেকটাই এগিয়ে। তবুও লড়াইয়ের মানসিকতা নিয়ে মাঠে নামার আহ্বান জানিয়ে বাটলার বলেন, ‘হার বা জয়ের মানসিকতা নয়, আমরা কী শিখছি এবং কেমন পারফর্ম করছি, সেটাই গুরুত্বপূর্ণ। আমি চাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স। দেখতে চাই মেয়েরা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সামর্থ্য দেখাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের বাস্তববাদী হতে হবে। তবে র্যাঙ্কিংয়ে তারা এগিয়ে বলেই যে আমরা হেরে যাব, এমন মানসিকতা নিয়ে মাঠে নামতে পারি না।’
একনজরে বাংলাদেশ স্কোয়াড
রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রাণী মণ্ডল, নবীরন খাতুন, আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, রুমা আক্তার,শামসুন্নাহার (সিনিয়র), হালিমা আক্তার, জয়নব বিবি রিতা, শিউলি আজিম, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী, উমেহলা মারমা, শাহেদা আক্তার রিপা, মোসাম্মৎ সুলতানা, মোসাম্মৎ সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র), ঋতুপর্ণা চাকমা, সিনহা জাহান শিখা
এমআই