Advertisement
Us Bangla Airlines
মিরপুরের উইকেট নিয়ে যা বললেন ক্যারিবিয়ান অলরাউন্ডার

মিরপুরের উইকেট নিয়ে যা বললেন ক্যারিবিয়ান অলরাউন্ডার

খেলা ডেস্ক

২০ অক্টোবর ২০২৫, ২১:৪০

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হারের পর মিরপুরের উইকেট নিয়ে চলছে আলোচনা। তবে উইকেটকে দোষারোপের পথে হাঁটেননি ক্যারিবিয়ান অলরাউন্ডার খারি পিয়েরে। তাঁর মতে, এমন স্পিন সহায়ক উইকেট ওয়েস্ট ইন্ডিজেও রয়েছে। তাই কন্ডিশনকে অজুহাত হিসেবে দাঁড় করানোর কিছু নেই।

পিয়েরে বলেন, ‘ব্যাটার হিসেবে আমাদের যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে হবে। দলে ভালো ব্যাটার আছে, এখন শুধু নিজেদের মানিয়ে নেওয়ার ব্যাপার। এটা আন্তর্জাতিক ক্রিকেট, স্বাভাবিকভাবেই কঠিন এবং চ্যালেঞ্জিং। আমাদের উপায় বের করতে হবে। উইকেট যেমনই হোক, কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে ভালো খেলতে হবে।’

তিনি বলেন, ‘২০১১ সাল থেকে বাংলাদেশ এই মাঠে সিরিজ হারেনি, তাই আমাদেরও চেষ্টা করতে হবে ম্যাচ জেতার। আমাদের মধ্যে আলোচনা হচ্ছে, বাংলাদেশের ব্যাটারদের দ্রুত আটকে দেওয়ার চেষ্টা করব। মানিয়ে নেওয়াটাই আসল বিষয়। এদিকেই এখন আমাদের মনোযোগ।’

ভারত সফর শেষে বাংলাদেশে এসে উপমহাদেশের স্পিনবান্ধব কন্ডিশনের সঙ্গে খুব একটা চমকেও যাননি এই বাঁহাতি স্পিনার। তিনি বলেন, ‘আমরা মাত্রই ভারত সফর শেষ করেছি। উপমহাদেশে কন্ডিশন স্পিন সহায়ক হয়, এটা আমরা জানি। আমাদের দেশেও এমন উইকেট আছে। আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে।’

পিয়েরে আরও বলেন, ‘এমন কন্ডিশনে ভালো না করতে পারলে চাপ আসবে, এটা স্বাভাবিক। তবে নিজের পরিকল্পনায় অটুট থেকে, স্বাভাবিকভাবে খেলতে চাই। বল ঠিক জায়গায় ফেলতে হবে, টাইট রাখতে হবে, যাতে ব্যাটার ভুল করে।’

এমআই