Advertisement
Us Bangla Airlines
১২ বলে ১১ ছক্কা, দুই ওভারেই তুললেন ৭১ রান!

১২ বলে ১১ ছক্কা, দুই ওভারেই তুললেন ৭১ রান!

খেলা ডেস্ক

৩০ আগস্ট ২০২৫, ২১:৫১

ক্রিকেটে টানা ছয় বলে ছয় ছক্কা দেখতে পাওয়া দুষ্কর। তবে এমন কীর্তিতে নাম লিখিয়েছেন যুবরাজ সিং, রবি শাস্ত্রী, হার্শেল গিবস কিংবা কাইরন পোলার্ড। কিন্তু ১২ বলে ১১ ছক্কা? এমন বিস্ময়কর ইনিংস উপহার দিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ভারতের উদীয়মান ব্যাটার সালমান নিজার।

কেরালার ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট ‘কেরালা ক্রিকেট লিগ’-এর একটি ম্যাচে কালিকটের হয়ে ব্যাট করতে নেমে এমন রেকর্ড গড়েন তিনি। ইনিংসের ১৮ ওভার শেষে কালিকটের সংগ্রহ ছিল ৬ উইকেটে মাত্র ১১৫ রান। ধারণা করা হচ্ছিল, ইনিংসটা বোড় জোর ১৩০-এ গিয়েই থামবে।

এরপরই রণমূর্তি ধারণ করেন বাঁহাতি সালমান নিজার। ১৯তম ওভারে বাসিল থাম্পির প্রথম পাঁচ বলেই পাঁচটি ছক্কা হাঁকিয়ে চমকে দেন সবাইকে। শেষ বলে অবশ্য ছক্কা নয়, একটি এক রান নিয়ে স্ট্রাইক ধরে রাখেন তিনি। কারণ, পরের ওভারটিও খেলতে চেয়েছিলেন সালমান।

ম্যাচের শেষ ওভারে এই বাঁহাতি যা করলেন, তা রীতিমতো রেকর্ডবুকে জায়গা করে নেওয়ার মতো। অভিজিৎ প্রবীণের করা শেষ ওভারে ছয় বলেই ছয়টি ছক্কা! ওই ওভারে একটি ওয়াইড বলও ছিল, যাতে আসে চার রান। ওভারটির ফলাফল—৪০ রান! শেষ দুই ওভারে দল তোলে ৭১ রান, যার পুরোটাই আসে সালমানের ব্যাট থেকে।

ম্যাচ শেষে তাঁর নামের পাশে অপরাজিত ৮৬ রান, মাত্র ২৬ বলে, যার মধ্যে ১১টি ছক্কা! এই দুর্দান্ত ইনিংসের কল্যাণে কালিকটের দল পায় ১৮৬ রানের বিশাল সংগ্রহ, যেখানে ১৮তম ওভার পর্যন্ত এই রান কল্পনাও করা যাচ্ছিল না।

সালমান নিজার এর আগেও আলোচনায় এসেছেন। রঞ্জি ট্রফিতে কয়েকবার নব্বইয়ের ঘরে পৌঁছেও শতকের দেখা পাননি। তবে তাঁর ধারাবাহিক পারফরম্যান্সে ছিল স্থিরতা। সাদা বলের ক্রিকেটে তিনি আরও ভয়ংকর—সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বাইয়ের বিপক্ষে ৪৯ বলে করেছিলেন অপরাজিত ৯৯ রান। বিজয় হাজারে ট্রফিতে কেরালার অধিনায়কত্বও করেছেন তিনি।

এমআই