৫১ রানে ৯ উইকেট তুলে আফগানদের টেস্ট শেখাচ্ছে জিম্বাবুয়ে
খেলা ডেস্ক
২০ অক্টোবর ২০২৫, ২২:১৫
হারারে টেস্টের প্রথম দিনেই আফগানিস্তানকে যেন টেস্ট ক্রিকেটের কঠিন বাস্তবতা বুঝিয়ে দিল জিম্বাবুয়ে। আফগানরা দিন শুরু করেছিল আশাবাদী ভঙ্গিতে, কিন্তু শেষ পর্যন্ত ১২৭ রানে গুটিয়ে যায় তাদের প্রথম ইনিংস। সেই জবাবে দুই উইকেট হারিয়ে ১৩০ রান তুলে দিনের খেলা শেষ করেছে জিম্বাবুয়ে। অর্থাৎ প্রথম দিনেই তারা লিড নিয়েছে ৩ রানের।
সোমবার টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। আফগানিস্তান ভালো শুরু করেছিল। উদ্বোধনী জুটিতে আসে ২৩ রান। ইবরাহিম জাদরান ২৪ বলে ১৯ রান করে আউট হন। এরপর রহমানউল্লাহ গুরবাজ ও আব্দুল মালিকের মধ্যে গড়ে ওঠে ৫৪ রানের জুটি। গুরবাজ ৩৭ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন।
এই পর্যন্ত আফগানদের ইনিংস ছিল স্থিতিশীল। কিন্তু গুরবাজের বিদায়ের পরেই ছন্দপতন। এরপর মাত্র ৫১ রানে হারায় বাকি ৯টি উইকেট। আব্দুল মালিক রান-আউট হন ৩০ রানে, অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি ফেরেন মাত্র ৭ রানে। একের পর এক উইকেট হারিয়ে ৩২.৩ ওভারে অলআউট হয়ে যায় আফগানিস্তান।
জিম্বাবুয়ের পেসার ব্রাড ইভান্স ছিলেন দুর্দান্ত। তিনি একাই শিকার করেন পাঁচটি উইকেট। তার সঙ্গে ব্লেসিং মুজারাবানি নেন তিন উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়েও শুরুতে ধাক্কা খায়। মাত্র ৯ রানে প্রথম উইকেট হারায় তারা। জিয়াউর রহমানের বলে বোল্ড হন ব্রায়ান বেনেট। তবে এরপরই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। বেন কারান ও নিক ওয়েলস গড়েন ৯৭ রানের গুরুত্বপূর্ণ জুটি।
নিক ওয়েলস মাত্র এক রানের জন্য ফিফটি মিস করেন। তিনি ৮৯ বলে ৪৯ রান করেন, মারেন পাঁচটি চার ও একটি ছক্কা। তাকেও বোল্ড করেন জিয়াউর রহমান। দিনের খেলা শেষে জিম্বাবুয়ের স্কোর দুই উইকেটে ১৩০ রান।
১১০ বলে ৫২ রান নিয়ে অপরাজিত আছেন বেন কারান। তার সঙ্গে রয়েছেন অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেইলর, যিনি ২১ বলে করেছেন ১৮ রান। প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে জিম্বাবুয়ে।
এমআই