
দ্বিতীয় ওয়ানডের আগে ক্যারিবিয়ান দলে একাধিক পরিবর্তন
খেলা ডেস্ক
২০ অক্টোবর ২০২৫, ১৫:১৭
সিরিজের প্রথম ওয়ানডেতে স্পিনের সামনে মুখ থুবড়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। স্পিন-বান্ধব মিরপুর কন্ডিশনে অল্প রানে গুটিয়ে গিয়ে পরাজয় হজম করেছে ক্যারিবিয়ানরা। তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে স্পিন আক্রমণেই জোর দিচ্ছেন দলটির কোচ ড্যারেন সামি। সিরিজ হার এড়াতে দ্বিতীয় ওয়ানডের আগে দলে এনেছেন একাধিক পরিবর্তন।
দ্বিতীয় ওয়ানডের আগে দলে যুক্ত হচ্ছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আকিল হোসেন। ৩২ বছর বয়সী এই ক্রিকেটার ২১ অক্টোবর রাতেই ঢাকায় দলের সঙ্গে যোগ দেবেন বলে নিশ্চিত করেছে দলীয় একটি সূত্র। মিরপুরে প্রথম ম্যাচে তিন স্পিনার খেলানো হলেও আকিলের অন্তর্ভুক্তি স্পিন আক্রমণকে আরও ধারালো করবে বলে আশা করা হচ্ছে।
স্পিনার আকিল ছাড়াও ওয়ানডে দলে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার রেমন সিমন্ডস। ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াডে এবারই প্রথম ডাক পেলেন তিনি। তবে ওয়ানডে অনভিষিক্ত হলেও ২৪ বছর বয়সী এই পেসার এখন পর্যন্ত ক্যারিবিয়ানদের হয়ে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
এদিকে আকিল হোসেন ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে ৩৮ ওয়ানডেতে ৫৭টি উইকেট নিয়েছেন। লম্বা সময় সীমিত ওভারের ক্রিকেটে বোলারদের র্যাঙ্কিংয়ে রাজত্ব করেছে। প্রয়োজনের সময় ব্যাট হাতেও দলের জন্য অবদান রেখেছেন এই অলরাউন্ডার। তাতে আকিলের অন্তর্ভুক্তি ব্যাটিং-বোলিংয়ে ভালো প্রভাব ফেলবে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ২১ ও ২৩ অক্টোবর। এরপর দুই দল পাড়ি জমাবে চট্টগ্রামে, যেখানে ২৭ অক্টোবর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই ম্যাচ হবে ২৯ ও ৩১ অক্টোবর।
এমআই