Advertisement
Us Bangla Airlines
মাস সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে তাইজুল

মাস সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে তাইজুল

খেলা ডেস্ক

০৫ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৩

ঘরের মাঠে আয়ারল্যান্ডকে ধবলধোলাই করা টেস্ট সিরিজে ছিলেন বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল তারকা। দুই ম্যাচে ১৩ উইকেট নিয়ে তাইজুল ইসলাম শুধু সিরিজসেরা নন, জায়গা করে নিয়েছেন আইসিসির নভেম্বর মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন তালিকাতেও।

তাইজুলের সঙ্গে এই তালিকায় আছেন আরও দুই স্পিনার—দক্ষিণ আফ্রিকার সাইমন হারমার ও পাকিস্তানের মোহাম্মদ নেওয়াজ। তিনজনই নিজেদের ঘরানার ক্রিকেটে গত মাসে দেখিয়েছেন দারুণ আধিপত্য।

আইসিসির ওয়েবসাইটে তাইজুলকে নিয়ে বলা হয়েছে, ‘ঘরের মাঠে নির্ভরযোগ্য ম্যাচজয়ী হিসেবে সুনাম বজায় রেখেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার।’ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজেই সাকিব আল হাসানকে পেছনে ফেলে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারিতে পরিণত হন তিনি। ৫৭ টেস্টে তাঁর ঝুলিতে এখন ২৫০ উইকেট।

অন্যদিকে, ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার ২-০ ব্যবধানে সিরিজ জয়ে সবচেয়ে বড় ভূমিকা অফ স্পিনার সাইমন হারমারের। দুই টেস্টে ১৭ উইকেট নিয়ে তিনি নজর কাড়েন বিস্ময়কর ৮.৯৪ গড়ে। প্রথম ম্যাচে ৮ এবং দ্বিতীয় ম্যাচে ৯ উইকেট শিকার করেন হারমার।

টি-টোয়েন্টিতে গত মাসটা ছিল মোহাম্মদ নেওয়াজের। ঘরের মাঠে পাকিস্তানের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজজয়ে সর্বোচ্চ ১০ উইকেট নেন তিনি। ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে রাখেন বড় অবদান।

এমআই