Advertisement
Us Bangla Airlines
নিলামের পরদিনেই চমক দেখাল রাজশাহী ওয়ারিয়র্স

নিলামের পরদিনেই চমক দেখাল রাজশাহী ওয়ারিয়র্স

খেলা ডেস্ক

০১ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৬

বিপিএল নিলামের উত্তাপ থামার আগেই রাজশাহী ওয়ারিয়র্স দেখাল নতুন চমক। দল ঘোষণা শেষে পরদিনই তারা দলে টেনে নিয়েছে পাকিস্তানি অলরাউন্ডার হুসেইন তালাতকে। বাঁহাতি এই ব্যাটার বল হাতেও কার্যকরী ভূমিকা রাখতে পারেন। সোমবার এক বিবৃতিতে তালাতকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

বিপিএলে তালাতের অভিজ্ঞতা নতুন নয়। গত আসরে চিটাগাং কিংসের হয়ে তিন ম্যাচে খেলেছিলেন তিনি। মোটে ৪২ রান করলেও এক ম্যাচেই করেছিলেন ৪০ রান; পাশাপাশি তিন ম্যাচে পেয়েছিলেন এক উইকেট। বর্তমানে জাতীয় দলের জার্সিতেও ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন এই অলরাউন্ডার।

নিলামের আগেই বেশ শক্ত ভীত গড়ে রেখেছিল রাজশাহী। সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ নাওয়াজ ও সাহিবজাদা ফারহানকে। 

এরপর নিলাম থেকে তারা দলে নিয়েছে জিসান আলম, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী, রিপন মণ্ডল, হাসান মুরাদ, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব, রবিউল হক, ওয়াসি সিদ্দিকী, মুশফিকুর রহিমসহ আরও কয়েকজনকে। বিদেশিদের তালিকায়ও রয়েছে নতুন রঙ—দুশান হেমন্থ ও জাহানদাদ খান।

তবে নিলামের পরেই দলটি জানায়, সরাসরি চুক্তিতে তাদের ডেরায় যুক্ত হচ্ছেন বিনুরা ফার্নান্দো। নিলামের আগেই তার সাথে কথা পাকা করেছিলি হান্নান সরকারের কোচিংয়ে থাকা রাজশাহী ওয়ারিয়র্স। তবে কোচ হান্নান আগেই ইঙ্গিত দিয়েছিলেন, দলে এখনো কিছু চমক আছে। তারই প্রথম প্রতিফলন হুসেইন তালাতকে দলে ভেড়ানো।

নিলাম শেষে শক্তিশালী স্কোয়াডে তালাতের যুক্ত হওয়ায় রাজশাহী ওয়ারিয়র্স যে আরও ভারসাম্যপূর্ণ এক দল হয়ে উঠল। আইএল টি-টোয়েন্টি শেষে আরও চমক দেখানোর ঘোষণা দিয়ে রেখেছেন রাজশাহীর কোচ হান্নান সরকার।

এমআই