৫৮৭ রানে ইনিংস ঘোষণা, দুই রেকর্ড হাতছাড়া করল বাংলাদেশ
খেলা ডেস্ক
১৩ নভেম্বর ২০২৫, ১৫:২১
আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে দ্বিতীয় দিন থেকেই নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশ। তৃতীয় দিনেও সেই দাপট অব্যাহত রেখেছে টাইগাররা। জোড়া সেঞ্চুরি আর তিনটি ফিফটিতে ভর করে দল গড়েছে রানের পাহাড়, লিখেছে নতুন ইতিহাসও। তবুও শেষ পর্যন্ত আরও দুটি রেকর্ড ভাঙার সুযোগ হাতছাড়া করেছে নাজমুল শান্তর দল।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র একবার ৬০০ রানের মাইলফলক ছুঁয়েছিল বাংলাদেশ। গলে ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৬৩৮ রান করেছিল টাইগাররা। এরপর আর কখনোই ৬০০ রানের দোরগোড়ায় পৌঁছাতে পারেনি তারা। আয়ারল্যান্ডের বিপক্ষে আজ ৬ শতাধিক রান করলেই দেশের মাটিতে প্রথম ৬০০ ও দেশের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড করা যেত।
সিলেটে ম্যাচের তৃতীয় দিনে আজ (বৃহস্পতিবার) সেই সুযোগই হাতছাড়া করল বাংলাদেশ। দিনের তৃতীয় সেশন শুরুর কিছুক্ষণ পরেই ৮ উইকেটে ৫৮৭ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এর মধ্য দিয়ে দেশের মাটিতে নিজেদের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড এখন সিলেটেরই। আগের সেরা ছিল ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে তোলা ৫৬০ রান।

তবে মাত্র ১৩ রান করলেই দেশের মাটিতে প্রথম ৬০০ রানের মাইলফলক ছুঁতে পারত বাংলাদেশ। এমনকি মাত্র ৫২ রান করলেই টেস্ট ফরম্যাটে নিজেদের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড টপকে যেত নাজমুল শান্ত’র দল। কিন্তু রেকর্ডের তোয়াক্কা না করে ৩০১ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করেছে ফিল সিমন্সের দল।
এদিকে বাংলাদেশের প্রথম চার ব্যাটারই ফিফটির দেখা পেয়েছেন। এমন কীর্তি বাংলাদেশের টেস্ট ইতিহাসে এই প্রথম। সাদমান ইসলাম করেছেন ৮০ রান, মাহমুদুল হাসান জয় খেলেছেন ক্যারিয়ারসেরা ১৭১ রানের ইনিংস। মুমিনুল হক যোগ করেছেন ৮২, আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করলেন দারুণ এক সেঞ্চুরি—ঠিক ১০০ রান করে ফিরে যান তিনি।
সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি মেহেদী হাসান মিরাজও, তবে তার আগেই গড়া হয়ে গেছে রেকর্ড। টেস্টে দেশের মাটিতে সর্বোচ্চ রান সংগ্রহের নতুন মাইলফলক।
এমআই