Advertisement
Us Bangla Airlines
‘শুধু খেলোয়াড় নয়, সাংবাদিকও জড়িত!’

‘শুধু খেলোয়াড় নয়, সাংবাদিকও জড়িত!’

খেলা ডেস্ক

৩০ অক্টোবর ২০২৫, ২০:৩৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর তদন্তে নামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত আগস্টেই প্রাথমিক তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এবার স্বাধীন তদন্ত কমিটির ৯০০ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদনও জমা পড়েছে বোর্ডের হাতে।

তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে শুধু ফিক্সিং–সংক্রান্ত দুর্নীতির বিশ্লেষণই নয়, বিসিবির পরিচালনাগত বিভিন্ন দিক নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি এসব সমস্যা সমাধানে একটি পরিকল্পিত রোডম্যাপও উপস্থাপন করেছে কমিটি। ফিক্সিংয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিয়েছে বিসিবি।

বোর্ডের সহ–সভাপতি শাখাওয়াত হোসেন জানিয়েছেন, পরবর্তী বিপিএল ড্রাফটের আগেই অভিযুক্তদের বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা ৯০০ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন অ্যালেক্স মার্শালকে দিয়েছি। তিনি সবকিছু দেখে অপরাধ অনুযায়ী চার্জ ফ্রেম করবেন। আমরা চাচ্ছি ড্রাফটের আগেই এটা পেতে।’

সবচেয়ে আলোচিত অংশটি এসেছে শাখাওয়াত হোসেনের পরবর্তী মন্তব্যে। তার মতে, ফিক্সিংয়ে জড়িতদের মধ্যে শুধু ক্রিকেটার নয়, সাংবাদিক ও ম্যানেজমেন্ট কর্মকর্তাও রয়েছেন। তিনি বলেন, ‘ড্রাফটের আগে যদি নামগুলো পাই, তাহলে তাদের নাম ড্রাফটে থাকবে না। একটা কথা মনে রাখবেন—শুধু খেলোয়াড় না, সাংবাদিকও আছে, ম্যানেজমেন্টও আছে।’

এদিকে, আসন্ন ১২তম বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজি। এরাই এখন লিগের সব আয়োজন ও পরিচালনা তদারক করছে। বৃহস্পতিবার দল পাওয়ার আবেদন করা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

এমআই