Advertisement
Us Bangla Airlines
আর্থিক ঘাটতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া

আর্থিক ঘাটতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া

খেলা ডেস্ক

৩০ অক্টোবর ২০২৫, ২১:১৯

ভারতের বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফি থেকে আয় বেড়েছে, তবু অর্থনৈতিকভাবে ভালো সময় পার করছে না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ২০২৪-২৫ অর্থবছরে সংস্থাটি ১ কোটি ১৩ লাখ অস্ট্রেলীয় ডলার (প্রায় ৭৩ লাখ মার্কিন ডলার) ঘাটতিতে পড়েছে।

বৃহস্পতিবার সিএ’র বার্ষিক সাধারণ সভায় প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, নতুন ঘরোয়া মিডিয়া চুক্তি ও ভারতের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজে রাজস্ব বেড়ে দাঁড়িয়েছে ৪৫৩.৭ মিলিয়ন ডলারে, যা আগের বছরের তুলনায় প্রায় ৪৯ মিলিয়ন ডলার বেশি।

তবে একই সঙ্গে ব্যয়ও বেড়েছে ২৪.১ মিলিয়ন ডলার, যার বড় অংশ গেছে ভারতের সিরিজের বিপণন, সম্প্রচার ও জাতীয় দলের অতিরিক্ত সফর খরচে। সদস্য রাজ্যগুলোর মধ্যে বিতরণ করা অর্থ সামান্য বেড়ে দাঁড়িয়েছে ১২০.৯ মিলিয়ন ডলারে।

অর্থনৈতিক ঘাটতির কারণেই সংস্থাটির সমালোচনা করেছে ক্রিকেট ভিক্টোরিয়া। তাদের চেয়ারম্যান রস হেপবার্ন বলেন, ‘২০১৯ সাল থেকে কোভিড–১৯ ও বিশ্বকাপের রাজস্ব বাদ দিলে প্রতি বছরই ক্রিকেট অস্ট্রেলিয়ার হিসাব ঘাটতি দেখাচ্ছে।’

তবে আশার খবরও দিয়েছে সংস্থাটি। প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, আগামী বছর ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজ ও ভারতের বিপক্ষে হোয়াইট বল সিরিজ থেকে উল্লেখযোগ্য মুনাফা আশা করছে তারা। এর মাধ্যমে সিএ আবার আর্থিক স্থিতিশীলতা ফিরে পাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

এদিকে, টুর্নামেন্টের প্রতিযোগিতা ও বিনিয়োগ বাড়াতে বিগ ব্যাশ লিগে (বিবিএল) বেসরকারি বিনিয়োগের সুযোগ দেওয়ার পরিকল্পনাও করছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এমআই