
জাতীয় দলের কোচ হতে আশরাফুলকে বিসিবির প্রস্তাব
খেলা ডেস্ক
২২ অক্টোবর ২০২৫, ২১:৪১
টি-টোয়েন্টি যুগে এসেও ওয়ানডে কিংবা স্বল্প সংস্করণে বাংলাদেশ দলের ব্যাটিং দুর্দশা যেন কাটছেই না। লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিকদের মতো প্রতিভাবান ব্যাটাররাও ছন্দহীনতায় ভুগছেন। একের পর এক সিরিজে ব্যর্থতায় জর্জরিত ব্যাটিং ইউনিটের পারফরম্যান্সে চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দীর্ঘদিন ধরেই জাতীয় দলে নেই কোনো পূর্ণকালীন ব্যাটিং কোচ। থিলান সামারাবিরা, নেইল ম্যাকেঞ্জি, অ্যাশওয়েল প্রিন্সের মতো অভিজ্ঞ কোচরা চলে যাওয়ার পর খণ্ডকালীন দায়িত্বে ছিলেন ডেভিড হেম্প ও নিক পোথাস। কিন্তু কেউই প্রত্যাশা মেটাতে পারেননি। বর্তমানে জাতীয় দলের ব্যাটিং দেখভাল করা সালাহউদ্দিনও প্রত্যাশা পূরণ করতে পারছেন না।
এই প্রেক্ষাপটে জাতীয় দলের জন্য বিশেষজ্ঞ ব্যাটিং কোচ খুঁজছে বিসিবি। এরই মধ্যে আলোচনায় এসেছে বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের নাম। বিষয়টি নিশ্চিত করেছেন আশরাফুল নিজেই।
কোচ হওয়ার প্রস্তাব পাওয়া নিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, বোর্ড থেকে অ্যাপ্রোচ করা হয়েছে কোচ হিসেবে কাজ করার জন্য। তাদের সঙ্গে আলোচনা চলছে। সবকিছুই আলোচনার পর্যায়ে। আমি ইতিবাচক মানসিকতায় আছি। যদি দায়িত্ব পাই, তাহলে আলহামদুলিল্লাহ। ব্যাটিং কোচ হবো, নাকি অন্য কোনো ভূমিকায় কাজ করবো, সেটি এখনো চূড়ান্ত নয়।’
বিসিবি শুধু আশরাফুলের সঙ্গেই নয়, বিদেশি প্রার্থীদের সঙ্গেও যোগাযোগ করছে। এর মধ্যে একজন অভিজ্ঞ অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটারের সঙ্গে আলোচনাও অনেক দূর এগিয়েছে বলে জানা গেছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
এমআই