Advertisement
Us Bangla Airlines
ওয়ানডে ক্রিকেটে এমন দৃশ্য এবারই প্রথম দেখা গেল!

ওয়ানডে ক্রিকেটে এমন দৃশ্য এবারই প্রথম দেখা গেল!

খেলা ডেস্ক

২১ অক্টোবর ২০২৫, ১৭:৫০

ওয়ানডে ক্রিকেটে আগে কখনও দেখা যায়নি এমন দৃশ্য—এক ইনিংসে শুরু থেকে শেষ পর্যন্ত শুধুই স্পিন। বাংলাদেশের বিপক্ষে আজ মিরপুরে বল হাতে পুরো ৫০ ওভারই স্পিনারদের দিয়ে করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, গড়ে তুলেছে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে নতুন এক বিশ্বরেকর্ড।

এর আগে এক ইনিংসে সর্বোচ্চ স্পিন বোলিংয়ের রেকর্ড ছিল শ্রীলঙ্কার। ১৯৯৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তারা স্পিন দিয়ে করিয়েছিল ৪৪ ওভার। সেই রেকর্ড ভেঙে এবার ৫০ ওভার স্পিনে বোলিং করে এক ইনিংসে সর্বোচ্চ স্পিন বোলিংয়ের নতুন রেকর্ড গড়েছে ক্যারিবীয়রা।

ম্যাচের প্রথম ওভার থেকেই কৌশলের ইঙ্গিত স্পষ্ট—বল হাতে আসেন আকিল হোসেন ও রোস্টন চেজ। এরপর একে একে স্পিনে যুক্ত হন গুড়াকেশ মোতি, অভিষিক্ত অ্যাকিম অগাস্তে ও অ্যাথানেজ। পেসারদের একবারের জন্যও ব্যবহার করেনি ওয়েস্ট ইন্ডিজ, যা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে আগে কখনও ঘটেনি।

তবে বল হাতে নিয়ন্ত্রণ বজায় রাখলেও, শেষ দিকে রিশাদ হোসেনের ঝড়ে বাংলাদেশের ইনিংস থেমেছে লড়াকু জায়গায়—৭ উইকেটে ২১৩ রানে। মিরপুরের কঠিন উইকেটে বাংলাদেশের ব্যাটারদের ইনিংস ছিল ধীরগতির আর ধৈর্যের পরীক্ষা। একের পর এক উইকেট হারিয়ে যখন বাংলাদেশ ৭ উইকেটে ১৬৩ রানে বিপর্যস্ত, তখন ম্যাচের রং বদলে দেন রিশাদ হোসেন।

মাত্র ১৪ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন রিশাদ, হাঁকান ৩টি চার ও ৩টি ছক্কা। তার সঙ্গে ২৪ বলে ৫০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই জুটির সৌজন্যেই বাংলাদেশ ২১৩ রানের সংগ্রহ পেয়েছে। বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৪৫ রান করেন সৌম্য সরকার। অন্য ব্যাটারদের কেউই সুবিধা করতে পারেননি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে কৃপণ বোলার ছিলেন অ্যাথানেজ—১০ ওভারে মাত্র ১৪ রান খরচ করেছেন। সর্বোচ্চ উইকেট নেন গুদাকেশ মোতি। ১০ ওভারে ৬৫ রানে নিয়েছেন ৩ উইকেট। তবে সব ছাড়িয়ে ওয়ানডে ইতিহাসে প্রথমবার এক ইনিংসে ৫০ ওভার স্পিনে করানোয় ওয়েস্ট ইন্ডিজের নাম যোগ হলো রেকর্ডবুকের পাতায়।

এমআই