Advertisement
Us Bangla Airlines
লিটনকে নিয়ে দুঃসংবাদ দিল বিসিবি

লিটনকে নিয়ে দুঃসংবাদ দিল বিসিবি

খেলা ডেস্ক

১৪ অক্টোবর ২০২৫, ২২:১৯

এশিয়া কাপে খেলার সময় পাঁজরের চোটে পড়েছিলেন লিটন দাস। সেই চোট এখনও পুরোপুরি সেরে না ওঠায় ওয়ানডে স্কোয়াডে রাখা হয়নি তাকে। ইনজুরির কারণে খেলতে পারেননি আফগানিস্তান সিরিজেও। এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও মাঠে দেখা যাবে না লিটনকে। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

শুধু ইনজুরি নয়, সাম্প্রতিক সময়ে ব্যাট হাতেও লিটন ছন্দে নেই। শেষ ১০ ওয়ানডেতে তার সংগ্রহ মাত্র ৭১ রান। ফলে ফর্মহীনতা ও ইনজুরি—দুটোর ধাক্কাই সামলাতে হচ্ছে বাংলাদেশ দলের নিয়মিত ওপেনারকে। এদিকে, কাঁধের চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছিটকে গেছেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ অক্টোবর একই ভেন্যুতে। তিনটি ওয়ানডেই শুরু হবে দুপুর দেড়টায়।

ওয়ানডে সিরিজ শেষে ২৪ অক্টোবর ঢাকা থেকে চট্টগ্রামে যাবে দুই দল। এরপর টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৬ অক্টোবর, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৮ ও ৩১ অক্টোবর, সবগুলো ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

এমআই