Advertisement
Us Bangla Airlines
২ গোলে পিছিয়ে পড়েও ব্রাজিলকে হারাল জাপান

২ গোলে পিছিয়ে পড়েও ব্রাজিলকে হারাল জাপান

খেলা ডেস্ক

১৪ অক্টোবর ২০২৫, ১৯:০১

দ্বিতীয়ার্ধে যেন ভেঙে পড়লো ব্রাজিল। প্রথমার্ধে ২-০ গোলের লিড—তাও ধরে রাখতে পারলো না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। উল্টো দ্বিতীয়ার্ধে ফিরে দুর্দান্ত ঘুরে দাঁড়ালো স্বাগতিক জাপান। রক্ষণভাগের ভুল আর কোচের ভুল সিদ্ধান্তের মাশুল দিয়ে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হারতে হয় ব্রাজিলকে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) টোকিওর আজিনোমোতো স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে আন্তর্জাতিক ফুটবলে জাপানের বিপক্ষে প্রথমবার পরাজয়ের স্বাদ পেল ব্রাজিল। 

ম্যাচের প্রথমার্ধে পাওলো হেনরিকে ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে ২-০ এগিয়ে ছিল কার্লো আনচেলত্তির দল। দুর্দান্ত ছন্দে ছিলেন ভিনিসিউস জুনিয়র, ব্রুনো গিমারেইস, ও মার্তিনেল্লি। তবে বিরতির পর তাদের তুলে নেওয়ার সিদ্ধান্ত বদলে দেয় ম্যাচের চিত্র।

দ্বিতীয়ার্ধে জাপানের হয়ে গোল করেন তাকুমি মিনামিনো, কেইতো নাকামুরা, ও আয়াশি উয়েদা। একে একে তিন গোল করে ম্যাচটি নিজেদের করে নেয় এশিয়ান জায়ান্টরা। এ জয় শুধু একটি ম্যাচ নয়, জাপান ফুটবলের ইতিহাসে বড় মাইলফলক হিসেবেই ধরা হচ্ছে—বিশ্বসেরা দলের বিপক্ষে ফিরে এসে জয়, তাও ২ গোলে পিছিয়ে থেকেও!

উল্লেখ্য, এর আগে দুই দল মোট ১৩ বার মুখোমুখি হয়েছে। যেখানে ব্রাজিলের জয় ছিল ১১টি, ড্র হয়েছিল বাকি দুই ম্যাচ। ১৪তম ম্যাচে এসে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারাল জাপান।

এমআই