
এগিয়ে থাকা হংকংয়ের জয় আটকে দিল বাংলাদেশ
খেলা ডেস্ক
১৪ অক্টোবর ২০২৫, ২০:২১
৫০ হাজার দর্শকের সামনে দুর্দান্ত লড়াই করল বাংলাদেশ। গোল করে এগিয়ে গিয়েছিল হংকং, তবে শেষ মুহূর্তে রাকিব হোসেনের গোলে সমতা ফেরায় লাল-সবুজরা। শেষ পর্যন্ত ১-১ গোলের স্কোর লাইন নিয়ে ম্যাচ শেষ করে বাংলাদেশ। তাতে ঘরের মাঠে হামজাদের বিপক্ষে জয়ের দেখা পায়নি হংকং।
ম্যাচের ৭৩তম মিনিটে হংকং দশজনের দলে পরিণত হলে পাল্টে যায় ম্যাচের গতি। বাংলাদেশের সামিত শোমকে সাইডলাইনের ধারে ফাউল করেন এক হংকং মিডফিল্ডার। আগে থেকেই একটি হলুদ কার্ড থাকা অবস্থায় দ্বিতীয় হলুদ দেখিয়ে তাকে মাঠ থেকে বের করে দেন জাপানি রেফারি।
সংখ্যাগত সুবিধা কাজে লাগায় বাংলাদেশ। ম্যাচের ৮৩ মিনিটে বদলি হিসেবে নামা ফাহিম বাঁ প্রান্ত থেকে ক্রস করেন। বলটি হেডে নামিয়ে দেন ফাহমিদুল, যেখান থেকে রাকিব হোসেন নিখুঁত প্লেসিংয়ে গোল করে ম্যাচে সমতা ফেরান।
এর আগে প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে গিয়েছিল স্বাগতিক হংকং। প্রতিপক্ষ ফরোয়ার্ড ফার্নান্দোকে পেছন থেকে ফাউল করে বসেন তারিক কাজী। অপ্রয়োজনীয় সে ট্যাকলের জন্য রেফারি তাকে হলুদ কার্ড দেখিয়ে পেনাল্টির নির্দেশ দেন। স্পট কিক থেকে ম্যাথিউ গোল করতে ভুল করেননি।
ভুল বুঝে নিজেই হতাশ তারিক—দুই হাত জোড় করে ক্ষমা চেয়েছেন সতীর্থদের কাছে। তবে ততক্ষণে স্কোরলাইনে ক্ষতি হয়ে গেছে।
দলের মিডফিল্ডের প্রাণভোমরা ছিলেন হামজা চৌধুরী। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে বারবার নিচে নেমে ট্যাকল করেছেন, আবার পেছন থেকে দ্রুত উঠে গেছেন আক্রমণে সহায়তা করতে। প্রথমার্ধের ইনজুরি টাইমে তার পাস থেকেই এক গোলের সুযোগ তৈরি হয়েছিল, তবে সেটি ফিনিশ করতে পারেননি বাংলাদেশের ফরোয়ার্ডরা।
এমআই