Advertisement
Us Bangla Airlines
টেস্টে আর কতদিন অধিনায়ক থাকছেন শান্ত, জানাল বিসিবি

টেস্টে আর কতদিন অধিনায়ক থাকছেন শান্ত, জানাল বিসিবি

খেলা ডেস্ক

০৫ জুন ২০২৫, ১২:৩৪

ব্যাট হাতে বরাবরই অধারাবাহিক নাজমুল হোসেন শান্ত। ২০২৩ সাল ছাড়া ক্যারিয়ারের বাকি বছরগুলোতে শান্তের ব্যাট উত্থান-পতন দেখেছে। ব্যাটার হিসেবে নিয়মিত সমালোচনায় পড়লেও অধিনায়ক হিসেবে পাস মার্ক পেয়েছেন এই ক্রিকেটার। পরিকল্পনা আর সময়োপযোগী সিদ্ধান্তে ইতোমধ্যে নজর কেড়েছেন শান্ত।

অধিনায়ক হিসেবে এই টপঅর্ডার ব্যাটারকে মনে ধরেছে বিসিবির। ফলে অধিনায়ক পরিবর্তনের নানান গুঞ্জন থাকলেও শ্রীলঙ্কা সিরিজে শান্তের কাঁধেই থাকছে টেস্ট দলের নেতৃত্বভার। গতকাল (বুধবার) বিসিবির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শান্তের অধিনায়কত্বের ভবিষ্যত নিয়ে জানানো হয়েছে।

শ্রীলঙ্কা সফরে যে ২ চাওয়ার কথা জানালেন শান্ত

বিসিবি জানায়, ‘বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে আরও এক বছর থাকছেন টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত, যে দায়িত্ব তিনি ২০২৪ সালে পেয়েছিলেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ সহ-অধিনায়কের দায়িত্ব চালিয়ে যাবেন। এই জুটি আগের মৌসুমে টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছিল, এরাই দায়িত্বে বহাল থাকবেন।’

গেল জিম্বাবুয়ে সিরিজেও অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছিলেন এ জুটি। তবে টি-টোয়েন্টি থেকে শান্তের অধিনায়কত্ব ছাড়ায় বাকি ফরম্যাট থেকে তার সরে দাঁড়ানোর গুঞ্জন ওঠেছিল। সব গুঞ্জনকে মাটি দিয়ে আগামী এক বছর টেস্টের দায়িত্ব পালন করবেন শান্ত।

টেস্ট ক্রিকেটে কতটা উন্নতি হয়েছে, যা বলেলন শান্ত-মমিনুল

টেস্ট ছাড়াও ওয়ানডে ফরম্যাটে আগামী বিশ্বকাপ পর্যন্ত শান্তের হাতেই নেতৃত্বভার রাখতে চায় বিসিবি। যদিও ওয়ানডে ফরম্যাট নিয়ে এখনো কিছু জানায়নি আমিনুল ইসলামের বোর্ড। অন্যদিকে বিশ ওভারের ক্রিকেটে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হিসেবে থাকছেন লিটন কুমার দাস।

এদিকে শান্তকে অধিনায়ক করে গতকাল শ্রীলঙ্কা সফরের টেস্ট দল ঘোষনা করেছে বিসিবি। শ্রীলঙ্কা সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টির সিরিজ খেলবে বাংলাদেশ। ১৭ জুন গলে মাঠে গড়াবে প্রথম টেস্ট। ২৫ জুন কলম্বোতে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ।

এমআই